27 January Tech News: আজ ২৭ জানুয়ারি বিভিন্ন ধরনের টেকনোলজি নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের টেক নিউজে Coca Cola নিয়ে আসছে নতুন স্মার্টফোন, WhatsApp নতুন আপডেটে থাকছে এমন ফিচার যা শুনলে আপনি খুশি হয়ে যাবেন, Infinix Note 12i স্মার্টফোন লঞ্চ হল ১০ হাজার টাকার মধ্যে, অ্যান্ড্রয়েড ১৪ নিয়ে আসছে নতুন কিছু ফিচার, গুগল ও ভারতের মধ্যে টেকনোলজি নিয়ে বেধে গেলো বিরাট ঝামেলা। এছাড়াও থাকছে OnePlus 11R স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা হল, সাথে Poco X5 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ও দাম ঘোষণা হল। চলুন এবার বেশি দেরি না করে আজকের টেকনোলজি নিউজ গুলি ভালোভাবে চোক বুলিয়ে নিই।
Coca-Cola Smartphone
এবার আমাদের সামনে আসলো দারুন একটি মজার খবর। সত্যিই কি Coca-Cola বাজারে নিয়ে আসছে স্মার্টফোন? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার বিখ্যাত বিদেশি কোম্পানি Coca-Cola অন্যান্য স্মার্টফোন কোম্পানির সাথে হাত মিলিয়ে নিয়ে আসছে ভারতের স্মার্টফোন বাজারে তাদের নতুন ফোন।
WhatsApp নতুন আপডেট
প্রায় প্রায় WhatsApp নতুন নতুন আপডেট দেওয়ার মাধ্যমে ইউজারকে একই জায়গায় আটকে রেখেছে। এবার WhatsApp এমন কিছু নতুন আপডেট নিয়ে আসলো যা শুনলে অনেকেই খুশি হবেন। অনেক সময় দেখা যায় কোনো ফটো অন্য জনকে পাঠানোর পর সেই ফটোটির অরিজিনাল সাইজ না গিয়ে কম kb কিংবা কম mb সাইজে যায়। যেমন আপনি আপনার বন্ধুকে ১০mb একটি ফটো পাঠালে সেটি ২mb কিংবা ৫mb হয়ে যায়, কিন্তু এবার নতুন আপডেটের ফলে 10MB কোনো ফটো পাঠালে সেটি 10MB অরিজিনাল সাইজে যাবে। তবে অরিজিনাল সাইজের ফটো পাঠানোর জন্য একটি অপশন দেওয়া থাকবে।
Infinix Note 12i স্মার্টফোন
Infinix কোম্পানি কম দামে দারুন দারুন স্মার্টফোন লঞ্চ করার জন্য বিখ্যাত। তবে এবার তারা নোট সিরিজের Infinix Note 12i স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে মাত্র ১০ হাজার টাকায়। এই স্মার্টফোনে থাকছে একটি Amoled ডিসপ্লে, সাথে ৪জিবি RAM ও ৬৪জিবি স্টোরেজ অপশনের সাথে আরো দারুন ফিচার।
Poco X5 Pro স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট ও দাম
এবার Poco কোম্পানির সবথেকে জনপ্রিয় স্মার্টফোন X সিরিজের ফোন Poco X5 Pro স্মার্টফোনের ভারতের বাজারে লঞ্চ ডেট ও দাম জানা গেলো। Pathaan মুভির অ্যাডভাটাইজ এর মধ্যে ভারতীয় ক্রিকেটার Hardik Pandiya হাত ধরে লঞ্চ ডেট জানা গেলো। Poco X5 Pro স্মার্টফোনটি আগামী ২ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনের দাম ২১ হাজার থেকে ২৩ হাজারের মধ্যে থাকবে বলে বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্নাপড্রাগণ 778G চিপসেট, 108MP ক্যামেরা সেন্সর এবং সাথে থাকছে দুর্দান্ত 6.67 ইঞ্চির 10bit অ্যামোলেড ডিসপ্লে।
OnePlus 11R ভারতের বাজারে লঞ্চ ডেট
আগামী 7 ফেব্রুয়ারি ভারতের স্মার্টফোনে বাজারে OnePlus তাদের জনপ্রিয় R সিরিজের স্মার্টফোন OnePlus 11R লঞ্চ করতে চলেছে। তবে জানিয়ে রাখি 7 ফেব্রুয়ারি OnePlus তাদের 11 সিরিজ লঞ্চ করবে।
Android 14 নতুন আপডেট
বিভিন্ন লিকের মাধ্যমে জানা গেলো, এবার পুরনো যে সমস্ত ডেট অভার অ্যাপ থাকবে সেগুলি অ্যান্ড্রয়েড ১৪ অপরাটিং সিস্টেম ইনস্টল করতে দেবে না। আপনি যদি গুগল play store বাদে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও সেই পুরোনো অ্যাপগুলি ইনস্টল করতে চান পারবেন না।
Google vs India বিরাট যুদ্ধ
গুগলের কিছু টেকনোলজি গত দ্বন্দের মধ্যে ভারতীয় সুপ্রিম কোর্ট শেষ কথা ঘোষণা করেন। এর ফলে গুগল এবার ভারতে নতুন কিছু নিয়ম নিয়ে হাজির হয়েছে। এই নিয়ম গুলির মধ্যে বলা হয়েছে যে –
বিভিন্ন গেমে কোনো কিছু কিনার সময় Google Pay ছাড়াও বিভিন্ন অপশন থাকবে, গুগল সার্চ করার সময় ইউজার গুগল বাদে অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবে। Third-party অ্যাপ লোডের উপরেও বিভিন্ন তথ্য জানিয়েছে, যা ইউজারের পক্ষে বিশাল ভালো।