বুধবার, মার্চ 22নিউস এখন বাংলায়

iPhone: লঞ্চের ৮ মাস আগেই আইফোন ১৫ সিরিজের সামনের গ্লাস ফাঁস বেরিয়ে আসলো

আইফোন মোবাইল জগতের মধ্যে এক অন্যতম সেরা স্মার্টফোনগুলোর মধ্যে একটা। প্রতি বছর বছরের শেষের দিকে লঞ্চ হয় প্রায় মানুষের স্বপ্নের স্মার্টফোন। আগের বছর নতুন ডিজাইনের সাথে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজের ৪ টে স্মার্টফোন। এবারও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বছরের শেষের দিকে লঞ্চ হবে iPhone 15 সিরিজের চারটি স্মার্টফোন। তবে লঞ্চের এখনও ৭ থেকে ৮ মাস বাকি, তার আগেই ফাঁস হল আইফোন ১৫ সিরিজের সামনের গ্লাস প্যানেল। বিস্তারিত তথ্য নিচে থেকে জেনে নিন।

ছবি থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে আইফোন ১৫ সিরিজের সবকটি ফোনের এবার থাকতে চলেছে ডাইনামিক আইল্যান্ড সহ ডিসপ্লে, যেখানে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর থাকবে। তবে এবার গার আইফোন ১৫ সিরিজের সবথেকে আকর্ষণীয় ফিচার হল আইফোন ১৪ প্রো স্মার্টফোনের মত ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে থাকবে iPhone 15 সিরিজের সবকটি ফোনেই। তবে আইফোন ১৫ প্রো স্মার্টফোনে অনেকটা পাতলা বাজেল থাকবে রেগুলার মডেলের তুলনায়।

GSMArena থেকে জানা গিয়েছে সবকটি মদেলেই থাকবে ফ্ল্যাট ডিসপ্লে তবে iPhone 15 ও iPhone 15 Pro মডেলে থাকতে পারে কিছুটা curved ডিসপ্লে। ছবিতে গ্লাসটি কার্ভ তবে ডিসপ্লে বাঁকানো হবে কিনা এখনও জানা যায়নি। বিভিন্ন লিক থেকে আরো জানা গিয়েছে যে আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনের থিকনেস ০.৫ মিলিমিটার হবে।

সোর্স