12 GB RAM ও 6000mAh ব্যাটারির ফোন Amazon Prime Day সেলে মাত্র 10,000 টাকায়

আগামী 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত চলবে Amazon Prime Day sale, আর এই সেলে থাকবে বিভিন্ন ধরনের দুর্দান্ত সব অফার । আর এরকম অফার বেশি দেখা যায়না বললেই চলে। এই দুই দিনে অনেকে লোকজন অনেক জিনিসপত্র কিনবে এই আমাজন থেকে, আর সেই কিছু জিনিসের মধ্যে আমরা আজকে একটি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করবো। আমরা জানি যে 10,000 টাকার মধ্যে মোবাইল ফোন বাছাই করা খুবই কঠিন কাজ । কিন্তু এবার Amazon Prime Day তে এমন একটি স্মার্টফোন 10,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা আগে কখনো পাওয়া যায়নি। সেই কারণে আমরা এই মোবাইল সম্পর্কে একটু আলোচনা করবো।

আপনার যদি 10,000 টাকার মধ্যে সেরা ফোনের দরকার হয় তাহলে আমাদের এই best phone under 10,000 পোস্টটি পড়তে পারেন। এই নিউজটি পড়ার পর আপনার মনে under 10000 ফোনের মধ্যে সেরা মোবাইল ফোনটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। চলুন এই ফোনের সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি। এই ফোনটি Samsung এর তরফ থেকে আসা Samsung Galaxy M13 স্মার্টফোন। এই স্মার্টফোনের ডিসপ্লেতে আছে একটি 6.6 ইঞ্চি FHD+ IPS LCD ইনফিনিটি O ডিসপ্লে। ডিসপ্লে রেজোলিউশন 1080*2408 এবং 401 ppi এর সাথে 16 মিলিয়ন কালারের সাপোর্ট।

এই Galaxy M13 স্মার্টফোনে এক্সটেন্ডেড RAM সাপোর্ট সহ 8GB RAM এবং 64 GB স্টোরেজ সাপোর্ট। এছাড়াও 1TB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করার সাপোর্ট দেওয়া আছে। আর এই ফোনে 1 বছর ওয়ারেন্ট এর সাথে 6000 mAh এর একটি বিশাল দানব কাই ব্যাটারি দেওয়া হয়েছে। আর ব্যাটারি ছাড়া বক্সের ভিতরে অন্যান্য জিনিসের 6 মাস ওয়ারেন্ট দেওয়া আছে। Samsung Galaxy M13 স্মার্টফোনে 50+5+2 MP এর তিনটি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। 50 MP এর একটি F1.8 অ্যাপারচার ক্যামেরা সেন্সর, 5 MP এর আরেকটি F2.2 অ্যাপারচার এর ultra-wide ক্যামেরা সেন্সর এবং 2MP এর একটি depth সেন্সর ব্যাবহার করা হয়েছে। আর সামনে 8MP এর এর সেলফি ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে।

এই M13 স্মার্টফোনে Exynos 850 প্রসেসর ব্যাবহার করা হয়েছে। Day to day লাইফের সমস্ত কাজ খুব সহজেই সমাধান করতে পারে এই প্রসেসর। এছাড়াও Android 12 সিস্টেম সাপোর্ট ও One UI 4 এর সাপোর্ট , nox সিকিউরিটি এই ফোনকে অন্য মাত্রা দিয়েছে। সবশেষে বলতে পারি এই Samsung Galaxy M13 স্মার্টফোনটি 10,000 টাকার মধ্যে এক অন্যতম সেরা ফোন হিসাবে পরিচয় পেয়েছে।

মন্তব্য করুন