Ambrane New Smart Glass: আমব্রান চশমাতে থাকছে কল ও গান শোনার মত ফিচার এবং পাওয়া যাচ্ছে ৫০% ছাড়ে

HIGHLIGHTS:

  • Ambrane Smart Glass থাকছে ব্লুটুথ ভার্সন ৫.১
  • Ambrane Glare Smart Glass দাম রাখা হয়েছে ₹৯,৯৯৯ টাকা অফিসিয়াল ওয়েবসাইটে
  • তবে অফারে এখন পাওয়া যাচ্ছে মাত্র ₹৪,৯৯৯ টাকায় প্রায় ৫০% ছাড়ে।

ভারতের এই নতুন কোম্পানিটি তাদের ইউজারদের কখনো সারপ্রাইজ দিতে কখনো ভুলে যায়না। এবার Ambrane তাদের নতুন গ্লাস লঞ্চ করলো যেটিতে থাকছে ফোন করা এবং গান শোনার মত অসাধারণ ফিচার। এই নতুন স্মার্টগ্লাস ভারতের এক নতুন টেক কোম্পানি Ambrane Glare লঞ্চ করেছে। এই স্মার্টগ্লাসটি ওপেন এয়ার ডিজাইন এর সাথে আমাদের সামনে এসেছে এছাড়াও সাথে আছে নিজস্ব বিল্টইন স্পিকার এবং ব্লুটুথ ভার্সন ৫.১ সাপোর্ট। এই স্মার্টগ্লাস এসেছে এক নতুন unisex ডিজাইন এর সাথে এসেছে। এছাড়াও Ambrane নতুন স্মার্ট গ্লাসে থাকছে স্কোয়ার ও রাউন্ড দুটি ফ্রেম। আর সবথেকে মজার ব্যাপার হল এটি হল ভারতে লঞ্চ হওয়া তৃতীয় স্মার্ট গ্লাস।

এর আগে জুলাই মাসে Noise কোম্পানি তাদের প্রথম স্মার্ট গ্লাস লঞ্চ করেছিল, যেটির নাম Noisei1, দাম ছিল প্রায় ₹৬,৯৯৯ টাকা। তারপরে এপ্রিল মাসে টাইটান লঞ্চ করলো তাদের TitanEyeX স্মার্টগ্লাস যেটি ফিটনেস ট্রেকার হিসাবেও কাজ করবে, যেটিতে ছিল ওপেন এ্যার গ্লাস ডিজাইন, ওপেন এয়ার স্পিকার এবং ব্লুটুথ এর সাপোর্ট, যেটির দাম ছিল প্রায় ₹৯,৯৯৯ টাকা। এই বছর তৃতীয় স্মার্ট গ্লাস হিসাবে Ambrane Glare লঞ্চ করলো তাদের নতুন Ambrane নতুন স্মার্টগ্লাস।

Read More: Flipkart Big Billion Days Sale 2022: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলের তারিখ এবং সমস্ত অফার

Ambrane Glare Smart Glass Specifications:

স্পেসিফিকেশন ও ফিচার নিয়ে কথা বললে বলা হয় যে এটির ফিচার হচ্ছে এককথায় অসাধারণ। Ambrane Glare এর তরফ থেকে এই স্মার্ট গ্লাসে থাকছে লোকায়িত স্পিকার, যেটি বিভিন্ন কাজ অনুযায়ী মাল্টি টাচ কন্ট্রোলের সাথে এসেছে, মেমস এবং HD সারণ্ডেড সাইডের সাথে এসেছে। এমনকি Ambrane তরফ থেকে আসা এই স্মার্ট গ্লাসে IPX4 রেটিং এবং ওয়াটার রেজিস্ট্যান্স এর সাথে এসেছে।

এমনকি এই আই স্মার্ট গ্লাস নতুন অডিও ফিচার সাথে ব্লুটুথ কানেকশন এর মাধ্যমে নিজস্ব স্পিকার দিয়ে গান কিংবা ফোন কল করা যায়। কোম্পানির থেকে আরো জানা গিয়েছে যে এই স্মার্টগ্লাস noise cancellation করতেও সক্ষম। এমনকি এই স্মার্ট গ্লাসের অডিও range কিংবা কানেকশনের দূরত্ব অনেক বেশি প্রায় 10 মিটার।

Read More: Asus Zenbook 17 Fold: আসুস লঞ্চ করলো পৃথিবীর প্রথম ১৭ ইঞ্চির ফোল্ড অর্থাৎ ভাজকরা ল্যাপটপ

Ambrane Glare কোম্পানি আরো জানিয়েছেন যে এই গ্লাস একবার চার্জ দিলে চলবে প্রায় 7 ঘণ্টা। এককথায় বলতে গেলে এটি হল একটি টাচ গ্লাস যেটির সাহায্যে খুব সহজেই গান, ফোন কল, ব্লুটুথ কানেকশন এর মত ফিচার গুলি খুব সহজেই কাজে লাগানো যায়।

Ambrane Smart Glass Price:

এবার Ambrane Glare Smart Glass দামের কথা বলি। Ambrane স্মার্ট গ্লাসের দাম রাখা হয়েছে ₹৯,৯৯৯ টাকা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এটি এখন অফারের মাধ্যমে ৫০% ডিসকাউন্ট সাথে মাত্র ₹৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে কোম্পানির এই অফারটি কতক্ষন থাকবে টা এখনও জানা যায়নি। Ambrane Glare কোম্পানি তাদের এই স্মার্ট গ্লাসের ৩৬৫ দিনের ওয়ারেন্টি এবং কালো রঙের সাথে লঞ্চ করেছে।

Read More: SONY XPERIA 5 IV: তিনটি উন্নত ক্যামেরা ও OLED ডিসপ্লের সাথে সনি লঞ্চ করলো আল্ট্রা ফ্লাগশিপ ফোন

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google Newsফেইসবুক পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারির যাবতীয় তথ্য, লটারি নিউজ, লটারি রেজাল্ট, লটারি রাত ৮টা, সন্ধ্যা ৬টা এবং দুপুর ১টা ফলাফল সবার প্রথমে তুলে ধরি। এছাড়াও প্রতিদিন নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

Sources: