অরিজিনাল Angry Birds খেলার নির্মাতা Ravio Classic আজ ২৩ ফেব্রুয়ারি এক ঘোষণার মাধ্যমে জানিয়ে দিলেন আর গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না এই গেম। সম্ভবত ১৪ বছর পর এমন ঘটনা ঘটলো। ২০০৯ সালে প্রথম অরিজিনাল Angry Birds গেমটি লঞ্চ করেছিল এই গেমের নির্মাতা। কেন এমনটা হল জেনে নিন?
২০০৯ সালে প্রথম লঞ্চ হওয়ার পরই সবার মন জয় করে নেই এই গেমটি। পরবর্তীতে অনেক ভার্সন লঞ্চ হলেও কোনো ভার্সন তেমন জনপ্রিয় পায়নি। অরিজিনাল Angry Birds গেমটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সংস্থাটি অনেক নতুন ভার্সন গেম, সিনেমা লঞ্চ করে কোম্পানি, কিন্তু সবই ব্যর্থ হয়ে পড়ে। এবার সংস্থাটি সিদ্ধান্ত নেই এবার আর কোনো নতুন গেম বার না করে Angry Birds গেমটি প্লে স্টোর থেকে তুলে নেওয়ার।
আরও পড়ুন: এবার GTA 6 গেমের লঞ্চ ডেট জানা গেল, আগামী 2024 সালে এই সময় লঞ্চ হতে চলেছে এই গেমটি
কেন এমনটা হল?
Ravio Classic ঘোষণা করে তারা এবার নতুন কোনো গেম না বার করে Angry Birds গেমটির দ্বিতীয় ভার্সন বার করবে। Angry Birds 2.0 নতুন ভার্সন বার হওয়ার কারণেই এবার তারা তাদের ১৪ বছরের পুরনো গেমটিকে প্লে স্টোর থেকে তুলে নেওয়ার।
তাদের নতুন ভার্সন আর কয়েক দিনের মধ্যেই লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। ২০১৯ সালেই ঘোষণা করেছিল Ravio Classic আর নতুন গেম না এনে Angry Birds গেমটির দ্বিতীয় ভার্সন Angry Birds 2.0 লঞ্চ করবে। সেই কথা মত আজ ২৩ ফেব্রুয়ারি প্লে স্টোরে থেকে তুলে নেওয়া হল গেমটি।