বর্তমানে AI ল্যাঙ্গুয়েজ হল ইন্টারনেটের প্রধান অস্ত্র। সেই কারণেই ChatGPT এর মত AI টুল আজকে ইন্টারনেট কাপাচ্ছে। এখন সমস্ত কাজের জন্যই আলাদা আলাদা AI টুল ইন্টারনেটে আছে, কিন্তু কোনটি কোন কাজের জন্য ব্যাবহার করতে হবে সেটি কারোর জানা নেই। যেমন ChatGPT কে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কিছু সলভ করার কাজে ব্যাবহার করা হয়। ঠিক তেমনি বিভিন্ন কাজের জন্য আরো 10টি টুল নিয়ে কথা বলবো আজকে, যেগুলি ব্যাবহার করলে আপনার যেকোনো কাজ খুব সহজেই হয়ে যাবে। চলুন জেনে নিই সেই সমস্ত AI টুল গুলি সম্পর্কে।
Google Bard AI ল্যাঙ্গুয়েজ টুল
কিছুদিন আগেই গুগল তাদের পরবর্তী জেনারেশনের AI ল্যাঙ্গুয়েজ মডেল ঘোষণা করলো। এই AI ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে কোনো জেনুইন প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে, দুটি জিনিসের মধ্যে তুলনা করা যাবে। এই নতুন AI মডিউল এখনও লঞ্চ হয় নি। গুগলের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হবে তাদের Bard AI ল্যাঙ্গুয়েজ মডেল।
Copy.AI টুল: লেখার জন্য
আমাদের লিস্টের পরবর্তী AI টুল হল Copy.AI টুল। এই টুলের সাহায্যে আপনি যে কোনো প্রকারের লেখা লিখে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। যেকোনো প্রকারের লেটার, আর্টিকেল, জীবনী, কোটস, প্যারাগ্রাফ, ব্লগ পোস্ট সহ আরো বিভিন্ন প্রকারের লেখা লিখে নিতে পারেন এই টুলের মাধ্যমে।
Midjourney AI টুল: আর্ট তৈরির জন্য
আমাদের লিস্টের পরবর্তী AI টুল হল Midjourney AI টুল। এই দিয়ে আপনি যে কোনো প্রকারের art বানিয়ে নিতে পারেন খুব সহজেই। অনেক সময় নিজে নিজে আর্ট তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু এই AI টুলটি আপনার অনেক সময় বাচিয়ে দেবে।
Tomm.app, Fliki AI টুল: Reels তৈরি
এই AI টুল PPTs তৈরি করতে ব্যাবহার হয়। আপনার Point Perfect Technology Solutions করতে অনেক সাহায্য করবে। Fliki AI ল্যাঙ্গুয়েজ টুল দিয়ে Reels বানানো যাবে এখন খুব সহজেই।
Soundraw.io AI মডিউল টুল: সাউন্ড তৈরি
আমাদের পরবর্তী টুল সাউন্ড তৈরি করতে ব্যাবহার হয়। আপনি চাইলে এক নিমিষেই বিভিন্ন ধরনের সাউন্ড খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন AI জেনারেশনের যুগে আপনাকে নিজে নিজে বেশি না খাটনি করলেও হবে। আপনার সমস্ত কাজ এখন AI করবে।
Kaiber, Runway AI টুল: ভিডিও এডিটিং করতে
আজকের সোসিয়াল মিডিয়ার যুগে Video এডিটিং একটি বিশাল বড়ো অধ্যায়। তাই আজকের এই Kaiber AI টুল আপনার video Editing কে অনেক সহজ করে তুলবে। আপনি খুব অল্প সময়ের মধ্যেই video editing করতে পারবেন। ভিডিও এডিটিং এর আরেকটি টুল হল Runway AI টুল।
Leiapix Converter, Fireflies, Anime AI টুল
লেইয়াপিক্স কনভার্টার টুল দিয়ে আপনি যেকোনো প্রকারের 3D গিফট তৈরি করতে পারবেন। Fireflies AI টুল দিয়ে নোট রাখা খুব সহজ ভাবে যাবে। আর Anime AI টুল দিয়ে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার avatar তৈরি করতে পারবেন।