HIGHLIGHTS:
- iPad 10th generation এ থাকবে নতুন 5G connectivity
- আরও থাকছে USB type C
- আগামী অক্টোবর মাসেই লঞ্চ হতে চলেছে
এমনই এক খবর জানা গেলো বিভিন্ন বড়ো বড় টেকনোলজি লিকার দের থেকে। এইবার Apple iPad 10th জেনারেশনের iPad এ থাকবে একেবারে অবাক করা সমস্ত ফিচার। প্রথমেই জানিয়ে দিই যে আগামী October মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে Apple iPad 10th জেনারেশন। আর সাথে থাকবে অসাধারণ কিছু ফিচার।

বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে এই Apple iPad 10th জেনারেশন থাকবে Apple এর দুই বছরের পুরনো স্মার্টফোন প্রসেসর Apple A14 বায়োনিক চিপ। যা এর আগে অ্যাপলের iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max ফোনে ব্যাবহার করা হয়েছিল। যদিও জানিয়ে রাখি এই প্রসেসরটি 2 বছরের বেশি পুরনো হলেও এই প্রসেসরটির ক্ষমতা অনেক। যেকোনো বড়ো বড় কাজ খুব অনায়াসেই করতে পরে এই পাওয়ারফুল চিপসেট।
আরও পড়ুন: iPhone 14 সিরিজের অরিজিনাল দাম ও ফিচার হল ফাঁস
Entry level Apple iPad 10th generation launching in October, 2022 with 5G connectivity.
– A14 Bionic chip
– 5G support
– USB Type C port ✅😀
– No 3.5mm jack ❌
– Slightly big display & thinner as compared to previous generation
Via:https://t.co/ajbZhrD6zm#Apple #appleevent pic.twitter.com/PY552BEwLE
— Abhishek Yadav (@yabhishekhd) August 16, 2022
এছাড়াও এই জেনারেশনের ডিসপ্লে আগের জেনারেশনের ডিসপ্লের থেকে একটু বড়ো এবং পাতলা হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আর ডিসপ্লে কোয়ালিটি একই থাকবে বলেও জানা গিয়েছে। তবে এই জেনারেশনের iPad এ কোনো 3.5mm jack থাকবে না বলে জানা যাচ্ছে। আরও কিছু নতুন নতুন ফিচার যেমন USB Type C পোর্ট এর সাপোর্ট এবং 5G সাপোর্ট থাকবে বলে জানা যাচ্ছে।