অনেক বছর ধরেই iPhone সমস্ত মডেল তৈরি হচ্ছিল চায়নায়। কিন্তু এবার এক তথ্য অনুযায়ী Apple পরিকল্পনা করছে তাদের iPhone 14 সিরিজের ফোনগুলো এবার থেকে ভারতেই তৈরি হবে। এমন খবর শুনে সবাই অত্যন্ত খুশি কারণ এবার থেকে ভারতের Apple কোম্পানির ব্যাবসা উজ্জ্বল বলে মনে করছে সবাই।
iPhone 14 সিরিজ আগামী September ও October মাসেই তৈরি হতে চলেছে। তবে অনেকে মনে করছেন যে এবার থেকে iPhone 14 দাম অনেক কম হবে। এবার অনেকে বলছে যে হা Apple এমন কাজটি করে খুবই ভালো করেছে।
আরও পড়ুন: লটারি কি | সরকারি ও State লটারি কত প্রকার
এটা খুবই ভালো খবর অ্যাপল কাস্টমার দের জন্য কারণ এর আগে কাস্টমারদের নতুন iPhone পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতে হত প্রায় নয় মাস পর্যন্ত কিন্তু এবার থেকে হয়তো অতটা অপেক্ষা করতে হবে না। কারণ এবার তিনটি manufacturing কোম্পানি উইস্ট্রন, ফক্সকন, এবং পেগাট্রন অ্যাপল কোম্পানির আন্ডারে কাজ করবে।
BREAKING: Apple plans to make the iPhone 14 in India about two months after Chinese-made ones are released, sources say, as it seeks alternatives to China https://t.co/docJ98NBBI pic.twitter.com/hfkobMsUfW
— Bloomberg (@business) August 23, 2022
আবার বড় বড় ইন্টারন্যাশনাল সিকিউরিটি গ্রুপের মেম্বার Ming-Chi-Kuo বলছেন, অ্যাপলের পক্ষে দুই দেশেই একই সাথে আইফোন মডেল তৈরি করে একই সময়ে শিপিং করলে অ্যাপলের পক্ষে অনেক ভালো বলে মনে হচ্ছে। আর গত ২ বছরে অ্যাপলের share price প্রায় ১২৪% বেড়ে গিয়েছে তাতে কোনো সন্ধেয় নেই।
আরও পড়ুন: জলের উপর চলবে এই bike । বাজারে আসলো নতুন Hydrofoil Water Bike
সামনের নভেম্বর এবং অক্টোবর মাস থেকে চালু হবে iPhone 14 সিরিজের যদিও এই স্মার্টফোনের লঞ্চ সেপ্টেম্বর মাসেই হবে। একজন মানুষ জানিয়েছেন যে আগামী ২৪ অক্টোবর তারিখেই সম্ভবত iPhone 14 ভারতের বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Tesla বাজারে নিয়ে আসছে Tesla Electric Semi Pickup ট্রাক । ফিচার থাকবে অসাধারণ
অ্যাপল এবার চায়নাতে iPhone তৈরির জন্য অন্য কোনো রাস্তা নেবে বলে জানা যাচ্ছে। আর এই সমস্তকিছু ঘটার পিছনে চায়না সরকার এবং আমেরিকা সরকারের মধ্যে দ্বন্দ্বকে কারণ হিসাবে ধরা হচ্ছে। আরও খবর শোনা যাচ্ছে যে ফক্সন এবং অ্যাপল কোম্পানি পুরোপুরি ভাবে ভারতে আইফোন তৈরি করতে থাকবে।
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।