Apple শুধুমাত্র iPhone থেকে এবছর 324428 কোটি টাকা রেভিনিউ করলো

আমাদের সামনে Apple কোম্পানির 2022 সালের রিপোর্ট চলে এসেছে। আমরা একে একে আগের বছর এবং এই বছরের রেভিনিউ আলোচনা করবো। অ্যাপলের ফিনান্সিয়াল রিপোর্ট থেকে জানা গিয়েছে এবছর তাদের $387.54 বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় 3092551 কোটি টাকা প্রায় 2.44 % বেশি রেভিনিউ করেছে। আর 2021 সালে ছিল $378.32 বিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় কোটি 3,01,80,66 টাকা। 2020 সালে ছিল $294.13 বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় 2,34,64,36 কোটি টাকা।

একই রকম ভাবে 2019 সালে $267.68 বিলিয়ন ডলার। 2018 সালে $261.61 বিলিয়ন ডলার। 2017 সালে ছিল $239.17 বিলিয়ন ডলার। 2016 সালে $218.11 বিলিয়ন ডলার, 2015 সালে $234.98 বিলিয়ন ডলার, 2014 সালে ছিল $199.80 বিলিয়ন ডলার, 2013 সালে ছিল 173.99 বিলিয়ন ডলার, 2012 সালে ছিল 164.68 বিলিয়ন ডলার, 2011 সালে ছিল 127.84 বিলিয়ন ডলার এবং 2010 সালে ছিল $76.28 বিলিয়ন ডলার।

এই ছিল অ্যাপলের 2010 থেকে 2022 সালের টোটাল বছরের রেভিনিউ রেজাল্ট। এবার দেখে নিয় এই বছর অ্যাপল কথা থেকে কত টাকা পেলো। Q3 2022 রেজাল্ট অনুযায়ী অ্যাপল রেভিনিউ বেড়ে দাঁড়িয়েছে $83 বিলিয়ন ডলার এবং সাথে আইফোনের সেল 49% বেড়ে গিয়েছে যা থেকে অর্ধেকেরও বেশি রেভিনিউ করেছে আইফোন বিক্রি করে।

এবছর অ্যাপল iPhone বিক্রি করে প্রায় $40.66 বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় 32,44,30,40,93,000 টাকা রেভিনিউ করেছে। এছাড়াও সার্ভিস থেকে $19.6 বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় 15,63,50,18,00,000.00 টাকা, হোম এবং অ্যাক্সেসরিজ থেকে $8 বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় প্রায় 6,38,16,40,00,000.00 টাকা। এবং Mac এবং আইপ্যাড থেকে 7.38 বিলিয়ন এবং 7.22 বিলিয়ন ডলার রেভিনিউ করেছে।

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

Akash
Akash

I am Akash. On my website we post various technology related news every day. And this site is made for tech news, new launch, latest news lottery news etc.

Articles: 270