Asus চলতি বছর 2023 সালের শেষের দিকে তাদের Gaming ফোন Asus ROG Phone 7 লঞ্চ করার জন্য প্ল্যান করছে। এই ফোনটি আসুসের আগের বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া Asus ROG 6 সিরিজের সফল স্মার্টফোন হিসাবে আসতে চলেছে। আসুসের এই আপকামিং স্মার্টফোনে কোয়ালকম Snapdragon চিপসেট থাকবে বলে জানা গিয়েছে, সাথে Android 13 বক্সের ভিতরে থাকবে। আসুসের 7 সিরিজের ROG ফোনে থাকবে অ্যামোলেড ডিসপ্লের সাথে 165HZ রিফ্রেস রেট সম্পূর্ণ ডিসপ্লে।
টিপস্টার Paras Guglani (@passionategeekz) থেকে জানা গিয়েছে যে, তাইওয়ান এর এই কোম্পানিটি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Asus ROG Phone 7 এর উপর কাজ করছে। 2023 সালের শেষের দিকে লঞ্চ করার প্ল্যান করছে।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে আসুস তাদের 7 সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ করার প্ল্যান করছে। একটি বেস মডেল Asus ROG Phone 7, আরেকটি higher-end Asus ROG Phone 7D, এবং সবথেকে উপরে একটি top-end Asus ROG Phone 7 Ultimate মডেল থাকবে বলে জানা গিয়েছে।
টিপস্টার দের থেকে জানা গিয়েছে, Asus ROG Phone 7 সিরিজের স্মার্টফোনে কোয়ালকম এর Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং 165Hz রিফ্রেস রেট সম্পূর্ণ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যাবহার করবে। কিন্তু আগের জেনারেশনের Asus ROG Phone 6 এবং Asus ROG Phone 6 Pro ফোনে কোয়ালকম Snapdragon 8 Gen 1 প্রসেসর ব্যাবহার হয়েছিল।
আরো জানা গিয়েছে যে, Asus ROG 7 সিরিজের স্মার্টফোনে 65W ফাস্ট চার্জিং সহ 6000mAh এর একটি বিশাল ব্যাটারি সাপোর্ট থাকবে, ঠিক আগের 6 সিরিজের মত। Asus ROG 7 বেস মডেলে থাকবে 16GB RAM ও 256GB স্টোরেজ সিস্টেম এবং Asus ROG Phone 7 Ultimate এডিশনে 512GB স্টোরেজ সাপোর্ট করবে।
Asus ROG Phone 7 ও Asus ROG Phone 7 Ultimate এডিশন গ্লোবাল মার্কেটে এই model numbers AI205_A, and AI2205_E হিসাবে আসতে চলেছে। যেখানে চাইনিজ মার্কেটে Asus ROG Phone 7, 7D এবং 7 Ultimate আসতে চলেছে এই AI2205_B, AI2205_D, and AI2205_F মডেল নম্বর হিসেবে। আর ভারতীয় বাজারে Asus ROG Phone 7 আসতে চলেছে AI2205_C মডেল নম্বরের সাথে।
Asus কোম্পানির এই সমস্ত স্মার্টফোন গুলি সম্ভবত 2023 সালের third কোয়ার্টার লঞ্চ হবে। সম্ভবত 2023 সালের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের দিকে লঞ্চ হতে পারে। তবে মনে রাখা দরকার এগুলি লীকের মাধ্যমে জানা গিয়েছে, এগুলি অফিসিয়াল ভাবে এখনও কনফার্ম হয়নি।