হ্যা আপনারা ঠিক শুনেছেন এখন পৃথিবীর মধ্যে সেরা Gaming ফোন হচ্ছে Asus ROG Phone 6 ও ROG PHONE 6 PRO ফ্লাগশিপ ফোন। ASUS কোম্পানি আগের মত এখন আর budget ফোন লঞ্চ করে না। এখন তারা গেমিং ফোনকে বেছে নিয়েছে নিজেদের কোম্পানিকে আগে নিয়ে যাওয়ার জন্য।
দেখে নিন ROG Phone 6 ফোনের Price ও Specifications –
Asus ROG Phone 6 এর দাম ভারতীয় টাকায় প্রায় ₹71,999 টাকা। এই ফোনে আছে 6.78″ FHD+ AMOLED display সাথে 165Hz refresh rate সাপোর্ট। এবং প্রটেকশন হিসাবে Gorilla glass victus এর সাপোর্ট আছে। এছাড়াও ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট এবং সর্বোচ্চ 1200nits peak brightness সাপোর্ট দেওয়া হয়েছে। Asus ROG Phone 6 ফ্লাগশিপ ফোনে Snapdragon 8 Plus Gen 1 এর মত পাওয়ারফুল চিপসেট ব্যাবহার করা হয়েছে। এছাড়াও সর্বোচ্চ কোয়ালিটির LPDDR5 RAM সাপোর্ট এবং উন্নতমানের UFS 3.1 স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়েছে।
Asus ROG Phone 6 ফ্লাগশিপ স্মার্টফোনে 50MP IMX766 প্রাইমারি ক্যামেরা, 13MP এর আরেকটি ultra-wide ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। আর সেলফি ক্যামেরার জন্য 12MP এর একটি front ক্যামেরা ব্যাবহার করা হয়েছে ভালো ফটো তোলার জন্য। আর এই পাওয়ারফুল ডিভাইসে 65 watt ফাস্ট চার্জিং সহ একটি বিশাল 6000mAh ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। এছাড়াও Android 12, Dual speakers, IPX4, 239 gram, WiFi 6E এবং ব্লুটুথ ভার্সন 5.2 সাপোর্ট আছে।