Asus Zenfone 9 এর Price ও অন্যান্য Specifications বেরিয়ে আসলো । জেনে নিন দ্রুত

Asus Zenfone 8 ছিল আগের বছরের Asus এর তরফ থেকে আসা একটি সুন্দর কম্প্যাক্ট ফোন। 1 বছর পর Asus Zenfone 9 সমন্ধে কিছু লিক সামনে আসল। চলুন জেনে নিই এই ফোনে কি কি ফিচার আছে। Asus Zenfone 9 এ আছে 5.9 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে punch hole cutout এর সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া আছে। এই ফোনের Price হবে 45,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে। 91mobile website এর মতে। আর প্রসেসর হিসাবে এই স্মার্টফোনে পাওয়ারফুল Qualcomm এর থেকে আসা Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট ও সাথে 4300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এবার ক্যামেরার কথা বললে Asus Zenfone 9 স্মার্টফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম।

50MP সহ Sony IMX766 ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে, যেটি Asus ROG Phone 6 এ দেখা গিয়েছিল। এবং 12 MP এর একটি আল্ট্রা wide ক্যামেরা ব্যাবহার করেছে। এছাড়াও 16 MP এর একটি সেলফি ক্যামেরা ব্যাবহার করবে। কিন্তু এবার তারা Zenfone 9 সিরিজে six-axis gimbal module system ব্যাবহার করছে video স্টাবিলাইজিং এর জন্য। এই ফোনের অন্যান্য ফিচারগুলো হল স্টেরিও speaker, headphone jack, পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের সমন্ধে আরো জানিয়ে রাখি এই ফোনে থাকবে IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্ট ফিচার।

আর ভিডিও তে দেখা যাচ্ছে যে ফোনের পিছনে একটি স্মার্ট ব্যাকপ্যাক দেওয়া হবে যেটাতে আপনি গুরুত্বপূর্ণ কার্ড রাখতে পারবেন। এই ফোনের সাথে connex ফোন কেস থাকবে কার্ড রাখার জন্য। Asus তাদের আপকামিং ফোন Asus Zenfone 9 সমন্ধে কোনো অফিসিয়াল আপডেট রীভিল করে নি। কিন্তু আমরা লিক ভিডিও থেকে খুব তাড়াতাড়ি এর সমন্ধে জানতে পারবো।

মন্তব্য করুন