
আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে Poco X5 সিরিজের দুই স্মার্টফোন Poco X5 এবং Poco X5 Pro স্মার্টফোন। ইতিমধ্যেই ফোনটি FCC ‘ফেডারাল কমিউনিকেশন কমিশন’ সার্টিফিকেশন সাইটের ডেটা বেসে ছবি সহ বিভিন্ন স্পেসিফিকেশন লিস্ট হয়ে গিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে Poco X5 সিরিজের ডিজাইন রেন্ডার অনলাইনে ফাঁস করলেন। তবে জানা যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি Poco কোম্পানি Poco X5 সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করতে পারে বলে জানা যাচ্ছে। চলুন জেনে নিই Poco X5 সিরিজের স্মার্টফোনগুলোতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে।
Poco X5 স্মার্টফোনের স্পেসিফিকেশন
বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে, Poco X5 ফোনের সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে থাকতে পারে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। আরও জানা যাচ্ছে ডিসপ্লের প্রটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস ২। Poco X5 ফোনে ৬জিবি RAM এর সাথে স্নাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনটিতে থাকবে 48+8+2 MP সহ তিনটি রিয়ার ক্যামেরা। প্রথমটি 48MP এর প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি 8 MP এর আল্ট্রা উইড ক্যামেরা এবং সর্বশেষে 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও সামনে থাকছে 13MP একটি সেলফি শুটার ক্যামেরা লেন্স। তবে জানিয়ে রাখি এই সমস্ত স্পেসিফিকেশন গুলি কনফার্ম নয়, বিভিন্ন লিক থেকে জানা গিয়েছে।
Poco X5 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে, Poco X5 Pro স্মার্টফোনে থাকতে পারে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, সাথে থাকবে 120Hz রিফ্রেস রেট। আরও জানা যাচ্ছে ডিসপ্লের প্রটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস 5। Poco X5 Pro ফোনে ৬জিবি RAM এর সাথে স্নাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ফোনটিতে থাকবে 108+8+2 MP সহ তিনটি রিয়ার ক্যামেরা। প্রথমটি 108MP এর প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি 8 MP এর আল্ট্রা উইড ক্যামেরা এবং সর্বশেষে 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও সামনে থাকছে 16MP একটি সেলফি শুটার ক্যামেরা লেন্স। এছাড়াও ফোনের ব্যাটারি হিসাবে আছে 67W ফাস্ট চার্জিং সহ 5000mAh এর বিশাল ব্যাটারি। তবে জানিয়ে রাখি এই সমস্ত স্পেসিফিকেশন গুলি কনফার্ম নয়, বিভিন্ন লিক থেকে জানা গিয়েছে।
Poco X5 সিরিজের রেন্ডার ছবি নিয়ে কিছু তথ্য
Poco X5 স্মার্টফোনের রেন্ডার ছবি থেকে জানা যাচ্ছে এই স্মার্টফোনটি সবুজ ও ধূসর দুটি রঙে লঞ্চ হতে পারে। ছবি দেখার পর বোঝা যাচ্ছে এই স্মার্টফোনটি হবিহু Redmi Note 12 5G ফোনের মত দেখতে তবে পার্থক্য শুধু পিছনে poco ফোনের ব্র্যান্ডিং। আরও জানা যাচ্ছে Redmi Note 12 5G ফোনের রিব্রান্ড হিসাবে লঞ্চ হতে পারে Poco X5 এবং Redmi Note 12 Pro Speed Edition এর রেব্রান্ড হিসাবে লঞ্চ হতে পারে Poco X5 Pro স্মার্টফোন। কারণ এই দুটি কোম্পানির স্মার্টফোনের মধ্যে ডিজাইনগত মিল বোঝা যাচ্ছে।