এখন মার্কেটে স্মার্টফোনের কোনো কমতি নেই। আর সেই কারণেই বিভিন্ন বাজেটে ভালো ভালো স্মার্টফোন খুঁজে বার করা খুবই কঠিন। কিন্তু তবুও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছে ১২,০০০ টাকায় ৪টি সেরা স্মার্টফোন যেগুলি দেখার পর আপনাদের আর খুজা খুঁজি করতে হবেনা।

চনুন জেনে নিই এই ৪টি স্মার্টফোন কেমন ও কত দাম ও কি কি ফিচার থাকবে। আমি প্রথমেই এই ৩ স্মার্টফোনের তালিকা দিচ্ছি এবং NO ১ স্মার্টফোনটির সমন্ধে জানতে নিচে গিয়ে পড়তে হবে।
- NO 4: REALME NARZO 50
- NO 3: POCO M4 PRO 4G
- NO 2: REDMI NOTE 11
NO 1 জানতে নীচের দিকে পড়ুন। এবার এই সমস্ত ফোনগুলোর দাম ও অন্যান্য ফিচার সমন্ধে জেনে নিই।
NO 4: REALME NARZO 50:

এই ফোনটি সমন্ধে আমরা কেও না কেও আগে থাকতেই জানি। নাজেনে থাকবে এবার জেনে নিন। 4টি স্মার্টফোনের মধ্যে ক্যামেরার দিক থেকে Realme Narzo 50 আমাদের লিস্টে 4 নম্বরে আছে।
এই স্মার্টফোনটির 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 12,999 টাকা এবং 6GB+128GB ভেরিয়েন্টের দাম 14,499 টাকা। আর ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 1000 টাকা ছার।
এই ফোনে 6.6 ইঞ্চির একটি FHD+ রেসোলিশন সম্পূর্ণ একটি আইপিএস LCD ডিসপ্লে আছে এবং সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টও আছে, যা এই ফোনকে বাটারের মত স্মুথ করে তোলে। এছাড়া কালার সাতুরেশন 96% এবং সর্বোচ্চ ব্রাইটনেস থাকছে 480nits।
এই Realme Narzo 50 স্মার্টফোনে মিডিয়াটেকের তরফ থেকে 2.5GHz স্পীড সম্পূর্ণ MediaTek Helio G96 চিপসেট ব্যাবহার হয়েছে, যা গেমিং এর দিক থেকে একেবারে সেরা। এছাড়াও 4GB / 6GB RAM এবং 64GB / 128GB স্টোরেজের সাপোর্ট আছে।
এই ফোনে 50+2+2MP এর তিনটি ক্যামেরা সেটআপ ব্যাবহার হয়েছে। প্রথমটি 50MP এর ক্যামেরা সেন্সর এবং বাকি 2টি ম্যাক্রো ও ডেপথ সেন্সর। আর সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
আর সাথে 5000mAh ব্যাটারি, 18W চার্জিং, UFS2.1, 180Hz touch sampling রেট, পাশে ফিঙ্গারপ্রিন্ট এর মতো ফিচার এই Realme Narzo 50 স্মার্টফোনে দেওয়া আছে।
NO 3: POCO M4 PRO 4G

Poco এই ফোন সমন্ধে আমরা আগেও জেনেছি। এই Poco কোম্পানি আমাদের এই মার্কেটে অনেক নামি। এখন সবার মুখে একটাই নাম Poco ফোন। সেই কারণে আমরা আপনাদের জন্য এই ফোনটি নিয়ে এসেছি।
Display: এই ফোনে 6.43 ইঞ্চির একটি FHD+ রেসোলিশন সম্পূর্ণ একটি অ্যামোলেড ডিসপ্লে আছে এবং সাথে 90Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্টও আছে, যা এই ফোনকে বাটারের মত স্মুথ করে তোলে। এছাড়া DCI P3 কালার এবং সর্বোচ্চ ব্রাইটনেস থাকছে 1000nits।
Processor, Ram and Storage: এই Poco M4 Pro 4G স্মার্টফোনে মিডিয়াটেকের তরফ থেকে 2.5GHz স্পীড সম্পূর্ণ MediaTek Helio G96 চিপসেট ব্যাবহার হয়েছে, যা গেমিং এর দিক থেকে একেবারে সেরা। এছাড়াও 6GB / 8GB LPDDR4X RAM এবং 64GB / 128GB / 256GB UFS 2.1 স্টোরেজের সাপোর্ট আছে।
Camera: এই ফোনে 64+8+2MP এর তিনটি ক্যামেরা সেটআপ ব্যাবহার হয়েছে। প্রথমটি 64MP এর প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং বাকি 8MP এর আল্ট্রা ওয়াইড এবং একটি 2MP এর ম্যাক্রো সেন্সর সাপোর্ট আছে। আর সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
Battery and Others: আর সাথে 5000mAh ব্যাটারি, 33W চার্জিং, UFS2.2, 180Hz touch sampling রেট, MMT টেকনোলজি, পাশে ফিঙ্গারপ্রিন্ট এর মতো ফিচার এই Poco M4 Pro 4G স্মার্টফোনে দেওয়া আছে।
NO 2: REDMI NOTE 11

Redmi Note সিরিজের সঙ্গে আমরা সবাই পরিচিত। এখন প্রায় পরিবারের কাছেই একটি এই নোট সিরিজের স্মার্টফোন আছে। আর এই স্মার্টফোনটি আমাদের লিস্টে no 2 আছে।
Display: এই ফোনে 6.43 ইঞ্চির একটি FHD+ রেসোলিশন সম্পূর্ণ একটি অ্যামোলেড ডিসপ্লে আছে এবং সাথে 90Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্টও আছে, যা এই ফোনকে বাটারের মত স্মুথ করে তোলে।
Processor, Ram and Storage: এই Poco Redmi Note 11 স্মার্টফোনে কোয়ালকমের তরফ থেকে 2.4GHz স্পীড সম্পূর্ণ Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট ব্যাবহার হয়েছে, যা গেমিং এর দিক থেকে একেবারে সেরা। এছাড়াও 4GB/ 6GB LPDDR4X RAM এবং 64GB / 128GB UFS 2.1 স্টোরেজের সাপোর্ট আছে।
Camera: এই ফোনে 50+8+2+2MP এর চারটি ক্যামেরা সেটআপ ব্যাবহার হয়েছে। প্রথমটি 50MP এর প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং বাকি 8MP এর আল্ট্রা ওয়াইড এবং একটি 2MP এর ম্যাক্রো সেন্সর এবং আরো একটি 2MP ডেপথ সাপোর্ট আছে। আর সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
NO 1: SAMSUNG M32
