এখন বর্তমানে স্মার্টফোনের বাজার খুবই হাই কারণ এখন কম দামের মধ্যে অনেক ভালো ভালো মোবাইল আমাদের সামনে ঘুরাঘুরি করছে। আর সেই জন্যই আমরা আজকে আপনাদের সামনে 10 হাজারের মধ্যে সেরা কয়েকটি ফোন সমন্ধে আলোচনা করবো।
নিচের এই ফোনগুলো বিশেষকরে FREE FIRE, BGMI, CALL OF DUTY আরও অন্যান্য গেমিং ফোনের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে।
- Redmi 10
- Motorola G31
- Motorola e40
- Moto G22
- Infinix Hot 12 play
- Micromax In Note 1
- Poco c31
- Realme Narzo 50i
Redmi 10:
আমাদের এই লিস্টের সবথেকে powerful ফোন হচ্ছে Redmi 10 । আমার সমস্ত Gamer ভাইদের জন্য এই ফোনটি সেরা ফোন। তবে জানিয়ে রাখি আপনি যদি game ছাড়া অন্য কোনো কাজের জন্য মোবাইল ব্যাবহার করেন তাহলে এই ফোনটি আপনার জন্য নয়।

Display
Redmi 10 ফোনে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি একটি HD+ IPS LCD ডিসপ্লে সাথে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ডিসপ্লে পরিচালনার জন্য Qualcomm Adreno 610 graphics দেওয়া আছে।
ডিসপ্লের রেজোলিউশন 1650*720 পিক্সেল, 20.6:9 অ্যাসপেক্ট রেশিও, 90.5% স্ক্রীন to body রেশিও এবং 400nits Brightness থাকবে এই ফোনের ডিসপ্লেতে।
Processor and OS
মটোরোলার এই স্মার্টফোনে আছে Qualcomm Snapdragon 680 Octa Core processor যেটির প্রাইমারি clock স্পীড 2.4 GHz এবং secondary clock স্পীড 2.4 GHz এছাড়াও 4g সাপোর্ট আছেই।
আর সবথেকে একটি মজার ব্যাপার এই ফোনে Android 11 এর সাপোর্ট যেটা খুব একটি ভালো বিষয় নয় কারণ 2022 তে Android 12 সিস্টেম একটি ভালো চয়েজ হতে পারত।
Camera Specifications
এই ফোনে দেওয়া আছে 50MP এর একটি প্রাইমারি সেন্সর, 2MP এর একটি Depth সেন্সর এবং সামনে 5MP এর একটি সেলফি ক্যামেরা আছে।
এছাড়াও নাইট ভিশন, ম্যাক্রো ভিশন, HDR, digital zoom, RAW photo, watermark এবং ভিডিও stabilization, slow motion, macro ইত্যাদি ফিচারগুলো আছে।
RAM AND STORAGE
এই ফোনে 4 GB RAM এবং 64 GB STORAGE আছে। এটির স্টোরেজ 1TB পর্যন্ত Expandable হবে এবং microsd কার্ডের সাপোর্ট আছে। এছাড়াও হাইব্রিড কার্ড স্লট আছে।
MOTOROLA G31
এই স্মার্টফোনটি মটোরোলা কোম্পানির তরফ থেকে আসা একটি দুর্দান্ত ফোন। এই ফোনের বিশেষ বিশেষ ফিচার গুলি যেমন ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং stock android এক্সপেরিয়েন্স এই ফোনকে এক নতুনত্ব দিয়েছে।

Display: Motorola G31 ফোনে দেওয়া হয়েছে 6.4ইঞ্চি একটি FULL HD+ AMOLED ডিসপ্লে সাথে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ডিসপ্লে পরিচালনার জন্য ARM Mali-G52 MC2 graphics দেওয়া আছে। ডিসপ্লের রেজোলিউশন 2400*1080 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 88.80% স্ক্রীন to body রেশিও এবং 700nits Brightness থাকবে এই ফোনের ডিসপ্লেতে।
Processor and OS
মটোরোলার এই স্মার্টফোনে আছে MediaTek Helio G85 Octa Core processor যেটির প্রাইমারি clock স্পীড 2GHz এবং secondary clock স্পীড 1.8GHz এছাড়াও 4g সাপোর্ট আছেই। আর সবথেকে একটি মজার ব্যাপার এই ফোনে Android 11 এর সাপোর্ট যেটা খুব একটি ভালো নয় কারণ 2022 তে Android 12 সিস্টেম একটি ভালো চয়েজ হতে পারত।
Read More: Motorola G42 4G July 4 অফিসিয়ালি কনফর্ম | জেনে নিন Specifications
Camera Specifications
এই ফোনে দেওয়া আছে 50MP এর একটি প্রাইমারি সেন্সর, 8MP এর একটি Depth সেন্সর এবং 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এবং সামনে 13MP এর একটি সেলফি ক্যামেরা আছে। এছাড়াও নাইট ভিশন, ম্যাক্রো ভিশন, shot optimization, HDR, digital zoom, RAW photo, watermark এবং ভিডিও stabilization, slow motion, macro ইত্যাদি ফিচারগুলো আছে।
RAM AND STORAGE
এই ফোনে 4 GB RAM এবং 64 GB STORAGE আছে। এটির স্টোরেজ 1TB পর্যন্ত Expandable হবে এবং microsd কার্ডের সাপোর্ট আছে। এছাড়াও হাইব্রিড কার্ড স্লট আছে।
Micromax In Note 1
আগের বছর লঞ্চ হওয়া Micromax In Note 1 ফোনটি 2022 সালেও 10000 টাকার মধ্যে একটি সেরা ফোন। নিচে দেখেনিন এই ফোনের সেরা ফিচার গুলি।

Display Specifications
সর্ব প্রথম ডিসপ্লের কথা বলি। এই ফোনে 6.67 ইঞ্চির একটি Full HD+ IPS Infinity Display দেওয়া হয়েছে, যার resolution 2400*1080 পিক্সেল। এই ডিভাইসের edge to edge ডিসপ্লে এই ফোনের ডিসপ্লে এক্সপেরিয়েন্স কিছুটা হলেও বাড়িয়ে তোলে।
Processor and OS
Micromax In Note 1 ফোনটিতে মিডিয়াটেকের তরফ থেকে আসা MediaTek Helio G85 Octa Core processor ব্যাবহার করা হয়েছে। এই প্রসেসরটি 12nm architecture এর উপর গঠিত। আর এই ফোনে Android 10 support আছে।
Camera Specifications
ক্যামেরা এই ফোনের একটি অন্যতম গুরু্বপূর্ণ ফিচার। এই ফোনের পিছনে 48MP+5MP+2MP+2MP চারটি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। আর সামনে 16MP এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও REAR led flash, HD recording, video recording, macro, portait mode, 1080p video recording ইত্যাদির সাপোর্ট দেওয়া আছে।
Ram and Storage
Micromax In Note 1 ফোনটিতে 4GB RAM এবং 64GB STORAGE সাপোর্ট রয়েছে, যা 256 GB পর্যন্ত Expandable করা যাবে। এছাড়াও microsd card, phonebook memory এবং ডেডিকেটেড স্লট এর সাপোর্ট আছে।
Battery capacity
Micromax In Note 1 স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh battery capacity দেওয়া আছে। এই বিশাল ব্যাটারি খুব সহজেই 1 দিনের ব্যাকআপ দিয়ে দেবে।
Other Features
অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে 4g সাপোর্ট, ব্লুটুথ version v5.2, WiFi, Hotspot, USB connectivity, 3.5mm audio jack, map সাপোর্ট, GPS, Fingerprint scanner, Accelerometer, Gyro, Proximity Sensor, Ambient Light Sensor, Dual Volte, reverse charging system support এই ফোনে দেওয়া আছে।
Motorola E40
মটোরোলার যতগুলো ফোন আছে 10000 টাকার নিচে, সেগুলিকে পুরোপুরি gaming ফোন বলা যাবে না। এই ফোনগুলো all rounder হিসাবে পরিচিতি লাভ করে। চলুন জেনে নিই এই স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য –

Display Specifications
মটোরোলার Moto E40 ফোনে 6.5 ইঞ্চি HD+ 90Hz IPS LCD স্ক্রীন ব্যাবহার করা হয়েছে। 90Hz ডিসপ্লে থাকার কারণে সবকিছু স্মুথ ভাবে চলবে। এই ডিসপ্লের রেজোলিউশন 1600*720 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও আছে এবং সাথে Arm Mali G52 GPU দেওয়া আছে এই ফোনে।
Processor and OS
এই ফোনে দেওয়া হয়েছে 1.8GHz স্পীড সম্পূর্ণ একটি UNISOC T700 Octa Core প্রসেসর। এছাড়াও Android 11 সাপোর্ট আছে।
RAM and STORAGE
Moto E40 স্মার্টফোনে 4GB RAM ও 64GB স্টোরেজ সাপোর্ট আছে। 4GB RAM থাকার কারণে এই ফোনে মাল্টি টাস্কিং খুবই অসাধারণ। এছাড়াও 1TB পর্যন্ত Storage বাড়ানোর সুগুগ আছে এই ফোনে।
Camera Specifications
এই ফোনে 48+2+2MP এর ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 48MP (f/1.79) এর একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP (f/2.4) এর একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2MP (f/2.4) এর আরেকটি depth ক্যামেরা সেন্সর দেওয়া আছে। আর সামনে 8MP এর একটি দুর্দান্ত সেলফি শুটার ক্যামেরা দেওয়া আছে। এছাড়াও অন্যান্য ক্যামেরা ফিচারগুলো হল – Portait mode, video, panorama, face beauty, HDR, Night vision, macro vision, google lens, pro mode, high res zoom ইত্যাদী।
Battery capacity
Moto E40 স্মার্টফোনে 5000mAh এর একটি বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। যেটির কারণে অনায়াসে কোম্পানির মতে 76 ঘণ্টা music playback দেবে, 14 ঘণ্টা ভিডিও streaming, এবং 10 ঘণ্টা website ব্রাউজিং করার সময় দেবে।
অন্যান্য Features
এছাড়াও এই ফোনে অন্যান্য ফিচারগুলো হল – fingerprint sensor, face unlock, proximity sensor, accelerometer, Notification LED, GPS, AGPS, nano SIM এবং গুগল assistant সাপোর্ট আছে এই ফোনে।
Poco C31 Smartphone
Under 10000 poco C31 ফোনটি সত্যিই অসাধারণ ফোন এবং Flipkart এই ফোনটি সবথেকে বেশি বিক্রি হয়েছে । চলুন জেনে নিই এই ফোনের কিছু specifications সমন্ধে –

Display Specifications
Poco C31 স্মার্টফোনে 6.53 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে স্ক্রীন আছে। এর রেজোলিউশন 1600*720 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9, panda glass প্রটেকশন, 70.8% NTSC সাপোর্ট এবং PowerVR GR8320 GPU ব্যাবহার করা হয়েছে।
PROCESSOR, STORAGE and OS
এই ফোনে 2.3GHz প্রাইমারি clock স্পীড ও 1.8GHz secondary clock স্পীড সম্পূর্ণ একটি Octa Core MediaTek Helio G35 চিপসেট ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে Android 10 সাপোর্ট রয়েছে। নতুন MIUI 12 ইউজার ইন্টারফেস এর সাথে এসেছে।
Camera Specifications
Poco C31 স্মার্টফোনে পিছনে তিনটি ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। 13MP এর (f/2.2) একটি প্রাইমারি ক্যামেরা, 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং 2MP এর আরেকটি Portrait ক্যামেরা সেন্সর লাগানো হয়েছে। 5MP এর একটি (f/2.2) selfie camera দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে auto focus, LED flash, AI portrait mode, Night mode, AI scene detection, HDR, screen flash, portrait selfie, front camera HDR, 1080p 30fps video recording রিয়ার ও ফ্রন্ট দুটি ক্যামেরাতেই।
RAM and STORAGE
এই নতুন ফোনে 4GB RAM ও 64GB INTERNAL স্টোরেজের সাপোর্ট দেওয়া আছে। এছাড়াও সাথে microsd card ও 512GB Expandable storage সাপোর্ট আর dedicated memory card slot আছে।
Battery capacity
আর সবথেকে গুরুত্বপূর্ণ এই ফোনে 5000mAh এর একটি Lithium-ion polymer battery আছে। সাথে 10W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে poco এই নতুন ফোনে।
অনন্যা Features
এই স্মার্টফোনের অন্যান্য ফিচারস গুলো Ambient light sensor, proximity sensor, accelerometer, Face unlock, dual app supports, screen mirror, GPS/AGPS, Graphics ppi 270 এবং আরো অন্যান্য ফিচারস দেওয়া হয়েছে।
Infinix Hot 12 Play
Under 10000 Infinix Hot 12 Play ফোনটি সত্যিই খুব ভালো ফোন এবং Flipkart এই ফোনটিও অনেক বেশি বিক্রি হয়েছে । চলুন জেনে নিই এই ফোনের কিছু specifications সমন্ধে –

Display Specifications
Infinix Hot 12 Play স্মার্টফোনে 6.82 ইঞ্চির একটি HD+ punch hole ডিসপ্লে স্ক্রীন আছে। এই ফোনটিকে স্মুথ বানানোর জন্য এর ভিতরে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। এর রেজোলিউশন 1640*720 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20.5:9, 180Hz touch sampling rate, 72% NTSC সাপোর্ট এবং Incell, Eye care mode ব্যাবহার করা হয়েছে।
Read More: Infinix Note 12 5G ও 12 Pro 5G ভারতে আজ লঞ্চ হল | জেনে নিন দাম ও অন্যান্য ফিচার
PROCESSOR, STORAGE and OS
এই ফোনে 1.8GHz প্রাইমারি clock স্পীড সম্পূর্ণ একটি Octa Core UNISOC T610 চিপসেট ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে Android 11 সাপোর্ট রয়েছে। আর XOS 10 ইউজার ইন্টারফেস এর সাথে এসেছে।
Camera Specifications
Poco C31 স্মার্টফোনে পিছনে দুটি AI ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। 13MP এর (f/1.8) একটি প্রাইমারি ক্যামেরা এবং 2MP এর একটি Portrait ক্যামেরা সেন্সর লাগানো হয়েছে। 8MP এর একটি (f/2.0) selfie camera দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Beauty, Full HD video recording, Panorama, AR shots, Slow motion, auto focus, LED flash, AI portrait mode, Night mode, AI scene detection, HDR, screen flash, portrait selfie, front camera HDR ইত্যাদি ফিচারগুলো আছে এই ফোনে।
RAM and STORAGE
এই নতুন ফোনে 4GB RAM ও extra 3GB virtual RAM এর সাপোর্ট এবং 64GB INTERNAL স্টোরেজের সাপোর্ট দেওয়া আছে। এছাড়াও সাথে microsd card ও 256GB Expandable storage সাপোর্ট আর dedicated memory card slot আছে।
Battery capacity
আর সবথেকে প্রধান বিষয় এই ফোনে 6000mAh এর একটি Lithium-ion polymer monster battery আছে। যেটি 10 ঘণ্টা ভিডিও playback ও 120 ঘণ্টা music playback এবং প্রায় 8 ঘণ্টা যেকোনো GAME খেলার TIME আমাদেরকে প্রোভাইড করবে। সাথে 10W ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে poco এই নতুন ফোনে।
অনন্যা Features
এই স্মার্টফোনের অন্যান্য ফিচারস গুলো Face & Fingerprint Unlock, 3 GB Virtual RAM, Panda MN228 Glass Protection, Power Marathon Tech, Video Assistant, Game Mode, Social Turbo, Xhide, Theft Alert, Peek Proof, Secure Card, Kids Mode, 360 Flashlight, Smart Gestures, Eye Care, Photo editor, AI Gallery, Battery Saver, OTG Support এবং আরো অন্যান্য ফিচারস দেওয়া হয়েছে।
MOTOROLA MOTO G22
Motorola Moto G22 ফোনটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। চলুন জেনে নিই এই ফোনের কিছু specifications সমন্ধে –

Display Specifications
Moto G22 স্মার্টফোনে 6.5 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে স্ক্রীন আছে, সাথে 90Hz refresh rate সাপোর্টও আছে। এর রেজোলিউশন 1600*720 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9, এবং IMG GE8230 GPU দেওয়া হয়েছে।
PROCESSOR, STORAGE and OS
এই ফোনে 2.3GHz প্রাইমারি clock স্পীড ও 1.8GHz secondary clock স্পীড সম্পূর্ণ একটি Octa Core MediaTek Helio G37 চিপসেট ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে নতুন Android 12 সাপোর্ট রয়েছে। STOCK ANDROID এক্সপেরিয়েন্স এর সাথে তো আছেই।
Camera Specifications
Moto G22 স্মার্টফোনে পিছনে চারটি ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। 50 MP এর একটি (f/1.8 aperture) প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8MP এর (f/2.2) একটি wide-angle ক্যামেরা, 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা সেন্সর এবং 2MP এর আরেকটি Portrait ক্যামেরা সেন্সর লাগানো হয়েছে। 16MP এর একটি (f/2.45) selfie camera দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে auto focus, LED flash, AI portrait mode, Night mode, AI scene detection, Google lens, photo, video, face beauty, watermark, HDR, screen flash, portrait selfie, front camera HDR, 1080p 30fps video recording রিয়ার ও ফ্রন্ট দুটি ক্যামেরাতেই।
RAM and STORAGE
এই নতুন ফোনে 4GB RAM ও 64GB INTERNAL স্টোরেজের সাপোর্ট দেওয়া আছে। এছাড়াও সাথে microsd card ও 1TB Expandable storage সাপোর্ট আর dedicated memory card slot আছে।
Battery capacity
আর সবথেকে গুরুত্বপূর্ণ এই ফোনে 5000mAh এর একটি Lithium-ion polymer battery আছে। সাথে 30W turbo power ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে মটোরোলার এই নতুন ফোনে।
অনন্যা Features
এই স্মার্টফোনের অন্যান্য ফিচারস গুলো Fingerprint scanner, Ambient light sensor, proximity sensor, accelerometer, Face unlock, SAR, Microphone, dual app supports, screen mirror, GPS/AGPS, Graphics ppi 268 এবং আরো অন্যান্য ফিচারস দেওয়া হয়েছে।
Realme Narzo 50i
Realme Narzo 50i ফোনটি 10000 টাকার কম ভালো একটি চয়েস । চলুন জেনে নিই এই ফোনের কিছু specifications সমন্ধে –

Display Specifications
Realme Narzo 50i স্মার্টফোনে 6.5 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে স্ক্রীন আছে। এর রেজোলিউশন 1600*720 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 আছে। এছাড়াও 60Hz রিফ্রেস রেট, 120Hz touch sampling rate, 70% NTSC সাপোর্ট 360nits Brightness থাকবে।
PROCESSOR, STORAGE and OS
এই ফোনে 1.6GHz প্রাইমারি clock স্পীড ও 1.2GHz secondary clock স্পীড সম্পূর্ণ একটি Octa Core চিপসেট ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে Android 11 সাপোর্ট রয়েছে।
Camera Specifications
Realme Narzo 50i স্মার্টফোনে পিছনে একটি ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। 8MP এর (f/2.0) একটি প্রাইমারি ক্যামেরা, 5MP এর একটি CMOS (f/2.2) selfie camera সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে auto focus, LED flash, AI portrait mode, Night mode, AI scene detection, HDR, screen flash, portrait selfie, front camera HDR, 1080p 30fps video recording রিয়ার ও ফ্রন্ট দুটি ক্যামেরাতেই।
RAM and STORAGE
এই নতুন ফোনে 4GB RAM ও 64GB INTERNAL স্টোরেজের সাপোর্ট দেওয়া আছে। এছাড়াও সাথে microsd card ও 256GB Expandable storage সাপোর্ট আর dedicated memory card slot আছে।
Battery capacity
আর সবথেকে গুরুত্বপূর্ণ এই ফোনে 5000mAh এর একটি Lithium-ion polymer battery আছে। যেটি 43 দিন পরপর standby time প্রোভাইড করবে।
অনন্যা Features
এই স্মার্টফোনের অন্যান্য ফিচারস গুলো Ambient light sensor, proximity sensor, accelerometer, Face unlock, dual app supports, reverse charging power, Google smart lock, pattern unlock, APP market, screen mirror, GPS/AGPS, Graphics ppi 270 এবং আরো অন্যান্য ফিচারস দেওয়া হয়েছে। MP4, MP3, HKV, 3GP এগুলির সাপোর্টও আছে।