ভারতীয় বাজারে ১৫০০০ টাকার নিচে সেরা ফোন অনেক আছে, তবে কোনটি কিনবেন? এই প্রতিবেদনে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে স্মার্টফোনগুলো আলোচনা করবো সেগুলিতে থাকবে ৫জি, দুর্দান্ত ক্যামেরা, দূর্ততম প্রসেসর, ভালো ইউজার এক্সপেরিয়েন্স। সাথে আলোচনা করবো কোন স্মার্টফোনটি আপনার জন্য ভালো। চলুন বেশি দেরি না করে দেখে নিন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৫,০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলো।
NO 5 – Tecno Pova 5G:

আমাদের এই লিস্টে সবথেকে পাওয়ারফুল স্মার্টফোন হল টেকনো পভা ৫জি, কারণ এই স্মার্টফোনে আছে MediaTek Dimensity 900 পাওয়ারফুল প্রসেসর, সাথে আছে LPDDR5 উন্নতমানের 8GB রেম ও 128GB ইউএফএস ৩.১ স্টোরেজ সাপোর্ট। এই স্মার্টফোনটি গেমারদের টার্গেট করে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে থাকছে ১২০hz রিফ্রেস রেট সহ ৬.৯ ইঞ্চির একটি LCD ডিসপ্লে।
এছাড়াও থাকছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, HiOS সিস্টেম। আর মোবাইলের পাওয়ার প্রদান করার জন্য আছে 18W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি। এছাড়াও ফটো ও ভিডিও জন্য আছে ৫০+২+২ মেগা পিক্সেলের তিনটি ক্যামেরা সেন্সর। এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ₹১৫,৯৯৯ টাকা তবে অফারের মাধ্যমে অনেক কমে পেয়ে যাবেন।
Display | 6.9 inch IPS LCD Display, 120Hz refresh rate |
Battery | 6,000mAh battery, 18W |
Camera | 50+2+2 MP |
Processor | MediaTek Dimensity 900 |
Operating System | Android 11 |
Price | ₹15,999 (Amazon) |
NO 4 – Realme 10:

আমাদের ১৫০০০ এর নিচে সেরা ফোন এর তালিকায় চতুর্থ স্থানে আছে Realme 10 স্মার্টফোন। এই ফোনে আছে 90Hz রিফ্রেস রেট সম্পূর্ণ 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। সাথে আছে 4 জিবি রেম ও 64 জিবি স্টোরেজ সাপোর্ট, MediaTek Dimensity G99 প্রসেসর।
আর ফোনের ব্যাকআপ এর জন্য আছে 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh এর এক বিশাল ব্যাটারি। আর ফোনের ফটো ও ভিডিও এর জন্য আছে 50MP + 2MP দুটো পিছনের ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা। ফোনটির দাম রাখা হয়েছে ₹১৩,৯৯৯ টাকা।
Display | 6.4 inches Amoled Display, 90Hz refresh rate |
Battery | 5,000mAh battery, 33W |
Camera | 50+2 MP |
Processor | MediaTek Dimensity G99 |
Price | ₹13,999 |
NO 3 – Poco M4 Pro 5G:

১৫০০০ এর নিচে সেরা ফোন এর তালিকায় তৃতীয় স্থানে আছে পোকো কোম্পানির Poco M4 Pro 5G স্মার্টফোন। এই স্মার্টফোনে আছে ৯০ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ৬.৩ ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৮ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট।
এছাড়াও আছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ৫০ + ৮ মেগা পিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা সেটআপ, একটি ১৬ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার দেওয়ার জন্য আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ mah ব্যাটারি। ফোনটির দাম রাখা হয়েছে ₹১৪,৯৯৯ টাকা।
Display | 6.3 inch IPS LCD Display, 90Hz refresh rate |
Battery | 5,000mAh battery, 33W |
Camera | 50+8 MP |
Processor | MediaTek Dimensity 810 |
Operating System | Android 11 |
Price | ₹15,999 |
NO 2 – iQOO Z6 Lite 5G:

১৫০০০ এর নিচে সেরা ফোন এর তালিকায় দ্বিতীয় ধাপে আছে iQOO Z6 Lite 5G স্মার্টফোন। ফোনটিতে আছে ১২০ হার্টস রিফ্রেস রেট সহ ৬.৫৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। এই স্মার্টফোনে আছে স্নাপড্রাগোন ৪ জেন ১ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম, ৪জিবি ও ৬ জিবি রেমের সাপোর্ট এবং ৬৪ জিবি ও ১২৮জিবি স্টোরেজ সাপোর্ট।
এছাড়াও ফোনের ব্যাটারি হিসাবে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০mah ব্যাটারি। ফটো ও ভিডিও এর জন্য আছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল পিছনের ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেলের সামনের ফ্রন্ট ক্যামেরা।
Display | 6.58 inch IPS LCD Display, 120Hz refresh rate |
Battery | 5,000mAh battery, 18W |
Camera | 50+2 MP |
Processor | Snapdragon 4 Gen 1 |
Operating System | Android 11 |
Price | ₹14,999 |
NO 1 – Moto G62 5G স্মার্টফোন:

১৫০০০ এর নিচে সেরা ফোন এর তালিকায় সবার সেরা স্মার্টফোন হল এটি। সুন্দর অপারেটিং সিস্টেমের সাথে দারুন ক্যামেরা ও পাওয়ারফুল প্রসেসর আছে এটিতে। Moto G62 5G স্মার্টফোনে আছে ১২০ হার্টস রিফ্রেস সহ সহ ৬.৫৫ ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। চিপসেট হিসাবে আছে সনাপড্রাগোন ৬৯৫ নতুন ১২টি ব্যান্ডের আছে। সাথে আছে ৬ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট।
এছাড়াও ফোনকে পাওয়ার প্রদান করার জন্য আছে ৫০০০ mah এর একটি ব্যাটারি। আর ফটো ও ভিডিও এর জন্য আছে ৫০+৮+২ মেগাপিক্সেলের তিনটি পিছনের ক্যামেরা সেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর। ফোনটির দাম রাখা হয়েছে ₹১৪,৯৯৯ টাকা, তবে অফারের মাধ্যমে আরো কম দামে খুব সহজেই পেয়ে যাবেন।
Display | 6.55 inch IPS LCD Display, 120Hz refresh rate |
Battery | 5,000mAh battery |
Camera | 50+8+2 MP |
Processor | Snapdragon 695 |
Operating System | Android 12 |
Price | ₹14,999 |