BGMI 2.1 update কি কি নতুন ফিচার থাকছে ও কবে রিলিজ হচ্ছে জেনে নিন

BGMI 2.1 update: Battleground Mobile India আপকামিং BGMI 2.1 আপডেটের লঞ্চ ডেট ফাইনাল করে ফেলেছে। Krafton কিছু দিন আগেই patch note রিলিজ করে ফেলেছে এবার শুধু অফিসিয়াল কনফার্মেশন বাকি আছে। তবে আমরা অফিসিয়াল কনফার্মেশন জানতে পেরেছি।

Krafton কিছু সময় আগেই একটি ভিডিওতে বড়ো বড়ো Steamer Payal Gaming, Shreeman Legend, Soul Aman এই সব স্টিমাররা নতুন patch note নিয়ে কথা বলতে দেখা গিয়েছে।

BGMI আপডেট Time:

iOS এর জন্য 14 জুলাই Thursday 16:00

এবং Android ইউজার দের জন্য July 14 Thursday 12.30 – 18.30

 

BGMI 2.1 Update Gameplay Video: 

 

Update করার সময় কিছু জিনিসের খেয়াল রাখতে হবে :

এই আপডেট ইউজার দের ডিভাইস হিসাবে আসবে। মনে কোনো কোনো ফোনে আগে আসতে পারে আবার কোনো কোনো ফোনে একটু লেট হতে পারে। Krafton জানিয়ে দিয়েছে WiFi ব্যাবহার করার জন্য কারণ এই আপডেট করার সময় অনেক বেশি Data ফুরিয়ে যাওয়ার সম্ভবনা থাকতে পারে। Krafton আগেই জানিয়ে দেবে আপডেট আসতে দেরি হবে না খুব দ্রুত আসবে।

 

Read More: কিভাবে 100% সঠিকভাবে Free Fire redeem code (July 12) নেবেন । জেনে নিন

 

Problem with Android 12

Android 12 system ব্যাবহারকারীদের প্রথম বার 2.1.0 আপডেট করার সময় ‘Unknown error’ problem দেখা দিতে পারে। এই সমস্যা সমাধান করার জন্য আপনার মোবাইলটি পুনরায় restart করে চালু করলে আপনাদের সামনে ‘error code 3’ দেখাবে কিন্তু Try again এ টাচ করলে আবার resource ডাউনলোড হতে শুরু করবে।

যখন resource ডাউনলোড করা হয় যাবে তখন আপনি আবার গেম খেলতে পারবেন । Resources ফাইলটি বড়ো হওয়ার কারণে যারা মোবাইল ডেটা ব্যাবহার করেন তাদেরকে বলে রাখি পাশে কোনো Wi-Fi ব্যাবহার কারির কাছে গিয়ে আপডেট করে ফেলুন। সঠিকভাবে আপডেট হওয়ার পর আপনাকে বাকি resources গুলি ডাউনলোড করতে হবে এবং বাকি থাকা সব ম্যাপ গুলিও ডাউনলোড করতে হবে।

New Features:

BGMI 2.1 update
SOURCE : GOOGLE

 

No 1: Ancient Secret : Arise Mode – 

BGMI 2.1 এর যত ফিচার আছে সেগুলোর মধ্যে এটি একটি অন্যতম আপডেট। এই আপডেট অনেকগুলি নতুন ফিচার নিয়ে এসেছে –

New Lobby: ইউজার যখন Spawn Island এ যাবে তখন তারা এই নতুন theme Ancient Ruins: Arise দেখতে পাবে। এখানে একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হবে একটি Monster airplane ধরছে।

Scrab Ruins and Jackal Ruins: প্লেয়াররা এখন এই নতুন আপডেটের পর ruins এ গিয়ে puzzle solve করতে পারবে।

Emperor Temple: নতুন একটি মন্দির দেওয়া হবে যেটি আকাশে ভাসমান থাকবে এবং সেখানে প্লেয়াররা নেবে নিজের ইচ্ছা মত লুট করতে পারবে।

Sandstorm City: Erangle, Livik, Miramar মাপে random ভাবে এই Sandstorm city দেওয়া থাকবে। যেখানে Scarab Charm খুঁজে পেলে knock out হয়ে গেলেও নিজে নিজে revive হতে পারবে।

 

No 2: New Sniper Rifle: একটি Lynx AMR নামে নতুন sniper রাইফেল অ্যাড করেছে krafton তাদের নতুন আপডেটে। এই পাওয়ারফুল বন্দুকের গুলি level 3 হেলমেট ও vest এর উপর প্লেয়ারকে knock করার ক্ষমতা রাখে।

 

No 3: Changes in Weapons: Krafton এবার এই নতুন আপডেটের মাধ্যমে কিছু বন্দুকের ভিতরে change করেছে।

UMP 45: Ads এর মাধ্যমে burst স্প্রের range অনেকটা কমে দিয়েছে।

Tommy Gun: টমি গানের damage per সেকেন্ড অনেকটা বাড়িয়ে দিয়েছে।

Micro UZI: long range ফায়ার করার জন্য damage per second বাড়িয়ে দিয়েছে।

 

No 4: Vehicle Explosion:

এর আগে অনেক গামেররা কমপ্লেইন জানিয়েছে ছিল যে তারা যখনই গাড়ির কাছে থাকে explosion হওয়ার সময় তারা knock হওয়ার বদলে ডিরেক্ট মারা যায়। সেই জন্য krafton এবার নতুন আপডেটে এই সমস্যার সমাধান দিয়েছে। ডিরেক্ট মারা না গিয়ে এবার knock down হবে গেমে বেশিক্ষণ টিকে থাকার জন্য।

 

No 5: Sound Training:

নতুন 2.1 আপডেটে একটি নতুন সাউন্ড ট্রেনিং অ্যাড করেছে যেখানে প্লেয়াররা নিজের সাউন্ড অর্থাৎ enemy footsteps কে অনেকটা বেশি বেশি ইমপ্রুভ করতে পারবে।

আমাদের এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন পোস্ট পড়তে আমদের ওয়েবসাইট follow করুন।

Source:

মন্তব্য করুন