Biggest Deal of The Year: বছরের সবথেকে বড়ো সেল আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Redmi কোম্পানী তাদের mid-range স্মার্টফোন Redmi K50i 5G স্মার্টফোনে দিচ্ছে অসাধারণ ছাড়। আমাজন এখন থেকেই সমস্ত অফার রিভেল করতে শুরু করে দিয়েছে। কিছুদিন আগেই শাওমি কোম্পানির স্মার্টফোন Redmi K50i 5G ফোনের দাম আমাজন গ্রেট ইন্ডিয়ান সেলে লিস্ট হয়েছে ₹১৯,৯৯৯ টাকায়। সাথে এই স্মার্টফোনে আছে ১৪৪hz ডিসপ্লের সাথে মিডিয়াটেকের পাওয়ারফুল মিডিয়াটেক ডাইমেন্সিটি ৮১০০ প্রসেসর, এছাড়াও থাকবে অন্যান্য অনেক ফিচার। নিচে Redmi K50i 5G স্মার্টফোনের সমস্ত ফিচার আলোচনা করা হল –
Redmi K50i 5G Specifications (রেদমি k৫০i ৫জি স্মার্টফোনের ফিচার):
ডিসপ্লে এবং সফটওয়্যার: রেদমী k৫০i ৫জি স্মার্টফোনে আছে ১৪৪Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ একটি ৬.৬ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। এটি একটি ডাইনামিক ডিসপ্লে হওয়ায় ১ বিলিয়ন কালার দিতে সক্ষম এবং ৭ স্টেজ রিফ্রেস রেট সাপোর্ট করে। সাথে আছে অ্যান্ড্রয়েড ১২ এবং নতুন MIUI ১৩ সটওয়্যার সাপোর্ট।
ক্যামেরা: Redmi K50i 5G স্মার্টফোনে 64MP ISOCELL মেন ক্যামেরা সহ আরো দুটি এক্সট্রা ক্যামেরা নিয়ে মোট তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রথমটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং সর্বশেষে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর ব্যাবহার করা হয়েছে। পিছনের ক্যামেরা দিয়ে 4k ভিডিও রেকর্ডিং করা যাবে মুভি কোয়ালিটিতে। আর সেলফির জন্য আছে
প্রসেসর, রেম, স্টোরেজ এবং ব্যাটারি: Redmi K50i 5G স্মার্টফোনে ৫ নানো মিটার প্রসেসর সহ দায়মন্সিটি ৮১০০ প্রসেসর দেওয়া আছে। সাথে আছে LPDDR5 রেম এবং UFS 3.1 স্টোরেজের সাপোর্ট। যেটির মাধ্যমে গেমিং হবে অন্য পর্যায়ের। এছাড়াও আছে ৭টি পর্দার কুলিং সিস্টেম, ফোনটিতে ঠান্ডা রাখার জন্য। আর আছে ৬৭w ফাস্ট চার্জিং সহ ৫০৮০ mAh ব্যাটারি।