Biggest Deal of The Year: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে স্যামসাংয়ের তরফ থেকে তাদের ফ্লাগশিপ ফোন Samsung Galaxy S21 FE স্মার্টফোনে থাকছে বছরের সবথেকে বড় ছাড়। যেখানে এই স্মার্টফোনটির শুরুয়াতি দাম ছিল ₹৪৯,৯৯৯ টাকা, কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস২১ Fe ফোনটি পাওয়া যাবে মাত্র ₹৩১,৯৯৯ টাকায়। আর এই দামের মধ্যে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি যে এক সেরা ফোন সে বিষয়ে কোনো প্রকার সন্ধেয় নেই। এই অসাধারণ অফার আপনি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে গ্রহণ করতে পারবেন। নিচে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফি স্মার্টফোনের স্পেসিফকেশন গুলি আলোচনা করা হল।
Samsung Galaxy S21 Fe স্মার্টফোন স্পেসিফিকেশন:
ডিসপ্লে, ডিজাইন এবং ব্যাটারি: স্যামসাং গ্যালাক্সি এস ২১ফি স্মার্টফোনে আছে ৬.৪ ইঞ্চির একটি ফুল HD+ রেজোলিউশন সম্পূর্ণ ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে। সাথে আছে ১২০Hz দ্রুত রিফ্রেস রেটের সাপোর্ট। সামনে হল পাঞ্চ ডিসপ্লের সাথে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফি স্মার্টফোন দেখতে লাগে অসাধারণ। সাথে আছে ৪৫০০mAh এর একটি বিশাল ব্যাটারি।
ক্যামেরা ও কানেক্টিভিটি: স্যামসাং গ্যালাক্সি এস ২১ফি স্মার্টফোনে দেওয়া আছে OIS সাথে ১২এমপি প্রাইমারি ক্যামেরা সহ মোট তিনটি রিয়ার ক্যামেরা ক্যামেরা সেটআপ। প্রথমটি ১২এমপি প্রাইমারি ক্যামেরা OIS সাথে, দ্বিতীয়টি ১২৩° ডিগ্রি ফিল্ড ওফ ভিউয়ের সাথে ১২এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং আরও একটি ৮এমপি এর টেলিফোট ক্যামেরা সেন্সর। আর সেলফির জন্য আছে এক দীর্ঘ আকারের ৩২এমপি সেলফি ক্যামেরা। কানেক্টিভিটিতে আছে ৫জি, ৪জি, ভল্টি, ইত্যাদি কানেকশন।
চিপসেট, রেম ও স্টোরেজ: স্যামসাং গ্যালাক্সি এস ২১ফি স্মার্টফোনে আছে এক পাওয়ারফুল অক্টাকোর চিপসেট, যেটির হাই স্পীড ক্লক স্পিড ২.৯Ghz, এছাড়াও এই স্মার্টফোনে আছে ৮জিবি রেম এবং ১২৮জিবি এবং ২৫৬জিবি স্টোরেজের সাপোর্ট।
স্পেশাল ফিচার: স্যামসাং গ্যালাক্সি এস ২১ফি অনেকগুলি স্পেশাল ফিচার আছে। যেগুলির মধ্যে অন্যতম হল-
Unmatched vlogging– এই ফিচারের মাধ্যমে আপনি সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও শুট করতে পারবেন। এক সাথে আপনি একটি ক্যামেরা থেকে আরেকটি ক্যামেরায় যেতে পারবেন খুব সহজেই। আর এর মাধ্যেমে আপনার ব্লগিং হবে নেক্সট লেভেলের।
Super Night Mood and 30x Space Zoom: স্যামসাং গ্যালাক্সি এস ২১ফি স্মার্টফোনে আছে সুপার নাইট মুডের অপশন, যেটির মাধ্যমে আপনি রাতের বেলা অতুলনীয় ভাবে ফটো তুলতে পারবেন। এছাড়াও স্যামসাংয়ের এই ফ্লাগশিপ ফোনে আছে 30x স্পেশাল জুমের অপশন।