কিছুদিন আগেই নাথিং অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের একটি টুইট থেকে জানা যায় যে তারা একটি নতুন ডিভাইসের উপর কাজ করছে। এটিই হতে চলেছে Nothing এর প্রথম স্পিকার। লঞ্চ ডেট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই বাজারে আসতে চলছে বলে জানিয়েছেন কোম্পানির সিইও Carl Pei। নাথিং স্পিকার ছাড়াও আগামীতে তারা লঞ্চ করতে চলেছে Nothing Phone 2, যেটি স্নাপড্রাগোণ ৮ জেনারেশনের কোনো একটি চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। চলুন এবার নাথিং স্পিকার সম্পর্কে বিস্তারিত জানা যায়।
Nothing Speaker First Look (নাথিং স্পিকার প্রথম ঝলক)
Nothing… Speaker (1)? Came outta nowhere honestly but a good idea, portable speakers are fun & definitely need some competition in the space.
Excited to check it out.
Source: https://t.co/G7xxmEDBxH pic.twitter.com/IYtU3UNncU
— Ishan Agarwal (@ishanagarwal24) March 4, 2023
91mobiles অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাথিং স্পিকারের প্রথম ঝলক পাওয়া যাচ্ছে। যেটি দেখে মনে হচ্ছে এই ডিভাইসটি কোম্পানির অন্যান্য ডিভাইস গুলির মত ইউনিক ডিজাইনের সাথে লঞ্চ হবে। আর এরই সাথে খুব সহজেই বোঝা যাচ্ছে Nothing এবার ইয়ার বাডস ও মোবাইল ছাড়াও অন্যান্য নতুন ডিভাইসের উপর কাজ করতে চলেছে।
Nothing Speaker Design Leak (নাথিং স্পিকার ডিজাইন হল ফাঁস)
নাথিং স্পিকারের ডিজাইন অন্যান্য কোম্পানির স্পিকারের থেকে অনেকটা আলাদা দেখাচ্ছে। স্পিকারটি অনেকটা চারকোনা বক্সের মত দেখতে, পাশে ভলিউম বাড়ানো কমানো বাটন এবং পাওয়ার বাটন দেওয়া আছে। আর সামনের উপরের দিকে একটি কালো বাটনের পাশে একটি ছোট nothing লগো, এবং তার ঠিক পাশেই আছে আরেকটি কালো স্পট (tweakers)।
আর নাথিং স্পিকারের নিচে বা দিকে একটি স্পিকার এবং দান দিকে একটি বড় স্পিকার ফাঁস হওয়া ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নাথিং স্পিকারের নিচের দিকে রাবারের আস্তরণ আছে কোনো জায়গায় ভালোভাবে বসানোর জন্য। আর ডিসপ্লে, স্পিকার কোয়ালিটি, স্পেসিফিকেশন সম্পর্কে এখনও তেমন কিছুই জানা যায়নি।
Nothing Speaker Release Date (নাথিং স্পিকার লঞ্চ ডেট)
Something mighty is on the horizon.
Can you guess what we're cooking up? pic.twitter.com/QZs9k3Hh4X
— Nothing (@nothing) March 1, 2023
কোম্পানির অফিসিয়াল টুইট থেকে বোঝা যাচ্ছে তারা খুব শীঘ্রই তাদের নতুন প্রোডাক্ট বাজারে আনতে চলেছে। আর তারা টুইটের ক্যাপশনে “Comming Soon” বলে পোস্ট করেছে। আরও ইউজারকে একটি প্রশ্নও ছুড়ে দিয়েছে। প্রশ্নটি হল “Can you guess what we’re cooking up?”।
তবে এখনও এমন কোনো তথ্য সামনে আসেনি যেটি থেকে বলা যায় যে নথিং কোম্পানির আগামীতে আসতে চলে নতুন প্রোডাক্টটির নাম নাথিং স্পিকার হবে। এছাড়াও আমাদের কাছে এখনো এই ডিভাইস সম্পর্কে তেমন কোনো টেকনিক্যাল কিনবা লঞ্চ ডিটেইলস সামনে আসেনি। আমাদের সাথে জুড়ে থাকুন, খুব শীঘ্রই এই ডিভাইসের সমস্ত স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব।