ডিয়ার লটারি সংবাদ: 17 আগস্ট বুধবার 1PM Dhankesari Lottery Result

প্রায় প্রতিদিনই হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের ভাগ্যের পরীক্ষার জন্য লটারি কেটে থাকে। তবে তারা সকালে লটারি কেটে দুপুর, রাতের বেলা পর্যন্ত অপেক্ষায় বসে থাকে কখন ফলাফল ঘোষণা হবে। অনেক মানুষ এটাই জানে না যে লটারির ফলাফল কিভাবে দেখতে হয়। আপনিও যদি ঐ সমস্ত মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ওয়েবসাইটে আমরা প্রতিদিন লটারি সংবাদ অর্থাৎ কখন লটারি কাটার সময়, ফলাফল এবং অন্যান্য লটারি সমন্ধে আগাম আপনাদের জানিয়ে দিই। চলুন বেশি দেরি না করে দেখে নিন আজকের আপনার ভাগ্যে কোটি টাকা জুটেছে কিনা।

প্রথমেই জানিয়ে রাখি আজকে 17 আগস্ট এর Dhankesari Nagaland State Lottery প্রথম পুরস্কার হিসাবে থাকছে 1 কোটি টাকা, দৃতীয় পুরস্কার হিসাবে থাকছে ₹9000 টাকা, তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে ₹450 টাকা এবং চতুর্থ পুরস্কার হিসাবে থাকছে ₹250 টাকা এবং সাথে পঞ্চম পুরস্কার থাকছে 120 টাকা। এতে কোনো সন্ধেয় নেই যে প্রথম পুরস্কার যে পাবে তার ত উল্লাসের কোনো শেষ থাকবে না। এবার জেনে নিন আজ 17 আগস্ট লটারির result কিংবা ফলাফল কি বার হল।

আরও পড়ুন: ডিয়ার লটারি সংবাদ 16 আগস্ট মঙ্গলবার 1PM, 6PM, 8PM ফলাফল

17 August 1PM: Dear Lottery Sombad Results (১৭ আগস্ট দুপুর ১ টা আজকের লটারির ফলাফল)

আজ বুধবার, 17 আগস্ট দুপুর 1 তার ফলাফল আমাদের সামনে চলে এসেছে। প্রথম পুরস্কার 1 কোটি টাকা লটারি নাম্বারটি হল – 84L 46247। আর দ্বিতীয় পুরস্কার 1000 টাকা বিজয়ী নম্বরগুলো হল 01772, 10641, 25576, 30878, 42655, 75629, 86178, 88340, 90577, 97550। তৃতীয় পুরস্কার 450 টাকা বিজয়ী নম্বরগুলো হল 1547, 2593, 4175, 4615, 5809, 6303, 7727, 8079, 8678, 9421। চতুর্থ পুরস্কার 250 টাকা বিজয়ী নম্বরগুলো হল 1193, 3654, 3805, 4264, 6884, 8311, 8490, 9203, 9456, 9645।

ezgif 3 8d89590319

এবং সর্ব শেষে 5th পুরস্কার 120 টাকা বিজয়ী নম্বর গুলি হল 0116, 1421, 2528, 3380, 4108, 5157, 6443, 7534, 8582, 9310, 0120, 1522, 2627, 3392, 4120, 5230, 6518, 7549, 8601, 9395, 0231, 1578, 2651, 3419, 4214, 5364, 6839, 7683, 8667, 9491, 0313, 1605, 2709, 3503, 4257, 5524, 6869, 7799, 8692, 9497, 0318, 1662, 2805, 3633, 4458, 5644, 6921, 7874, 8782, 9524, 0742, 1691, 2975, 3746, 4506, 5720, 6977, 7988, 8850, 9534, 1155, 1759, 2977, 3770, 4568, 6028, 7074, 8148, 8917, 9650, 1199, 2290, 3107, 3865, 4838, 6051, 7156, 8445, 9139, 9653, 1248, 2479, 3171, 3941, 5022, 6111, 7354, 8456, 9215, 9716, 1260, 2505, 3304, 4097, 5137, 6360, 7483, 8549, 9218, 9948

মন্তব্য করুন