হাইলাইট তথ্য:
- এবার বেরিয়ে আসলো ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলের সমস্ত অফার এবং তারিখের পাশাপশি Amazon Great Indian Festival sale তারিখ
- ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
- ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে থাকবে ৭০% থেকে ৮০% পর্যন্ত ছাড়।
Flipkart Big Billion Days Sale: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল হল বছরের সবথেকে বড় সেল। আর এই সেলে সবথেকে বেশি জিনিসপত্রের উপর ছাড় পাওয়া যায়। আবার বেশিরভাগ মানুষ শপিং করার জন্য এই ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলের জন্য অপেক্ষা করে থাকে। ফ্লিপকার্ট অফিসিয়াল থেকে এখনও ঘোষণা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল চালু হবে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। India Today থেকে জানা যাচ্ছে এই সেলে আইফোন, স্যামসাং, শাওমি, রিয়ালমি সহ বিভিন্ন স্মার্টফোন তথা অন্যান্য ইলেকট্রিক জিনিসপত্রে থাকছে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও একই সময় ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল, পাশাপাশি Amazon Great Indian Festival sale অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে।
Flipkart Big Billion Days from 23 to 30 September, 2022.#Flipkart #FlipkartBigBillionDays #BBD pic.twitter.com/JoAJlp1cqp
— Abhishek Yadav (@yabhishekhd) September 3, 2022
Bank Credit Card Offers:
প্রতিবারের মত এবারও ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে Axix ও ICICI ব্যাংক ফ্লিপকার্ট সাথে হাত মিলিয়ে এগিয়ে এসে দিচ্ছে আরো অতিরিক্ত ছাড়। আপনার যদি Axix কিংবা ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এই দুটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যাবহার করে খুব সহজেই পেয়ে যেতে পারেন অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও ফ্লিপকার্ট oppo, Vivo, Samsung, Poco, Realme, Mi স্মার্টফোন দিচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও টিভি, ইলেকট্রিক সড়ংযাম থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রনিক জিনিসে পেতে পারে ৮০% পর্যন্ত ছাড়।
iPhone Offers:
এই ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল থাকছে আইফোন ১২ এবং সাথে আইফোন ১৩ থাকছে ধামাকা অফার কারণ আগামী ৭ সেপ্টেম্বর হতে যাচ্ছে আইফোন ১৪ সিরিজের লঞ্চ। ঠিক আগে যেমন আইফোন ১৩ লঞ্চ হবার পর আইফোন ১২ দাম অনেক কমে গিয়েছিল, ঠিক তেমনি এবারও iPhone ১৩ সাথেও ঘটবে।কিন্তু এখন ফ্লিপকার্ট আইফোন ১৩ ₹৬৯,৯৯০ টাকায় লিস্ট হয়ে আছে, যদিও এই ফোনের দাম আগে ₹৭৯,৯৯০ টাকা ছিল।
বাড়ির সারঞ্জ্জাম ও টিভি অফার:
বাড়ির এপ্লায়েন্স ও টিভি কিংবা অন্যান্য অ্যাক্সেসরিজ কেনার জন্য ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল থেকে বড়ো কোনো সেল আমাদের জানা নেই। এই সেলে বিভিন্ন স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রিক জিনিস পত্রের যেমন ৮০% পর্যন্ত ছাড় দিচ্ছে ঠিক তেমনই হোম এপ্লায়েন্স, গিজার ও টিভি কিংবা অন্যান্য সরঞ্জামে দিচ্ছে ঠিক তেমনই বাম্পার ছাড়। আপনারা ₹১৯৯ টাকা দিয়ে ওই দিনে শপিং করতে পারবেন। এছাড়াও আপনি ৫৫% ছাড়ে পেয়ে যেতে পারেন নামি দামী কোম্পানির সমস্ত গিজার কিংবা টিভি মডেল।
এখনও আপনাদের জানিয়ে রাখি যে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে ফ্লিপকার্ট কোম্পানি থেকে ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত তারা তাদের সবথেকে বড়ো সেলের ঘোষণাটি করে দেবে। এছাড়াও আমাদের অন্যান্য খবর পড়তে Google News পেজটি ফলো করতে পারেন। এখানে আমরা প্রতিদিন অফার, মোবাইল লঞ্চ, বাইক ও গাড়ি নিউজ, লটারি নিউজ, ল্যাপটপ ও ট্যাবলেট সমন্ধে খবর প্রদান করি।