Flipkart Big Billion Days Sale: অনেক দিনের অবসান ঘটিয়ে এবার আজ ২৩ সেপ্টেম্বর শুরু হল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল। শুরু হওয়ার সাথে সাথে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে ৩০,০০০ টাকায় একটি স্মার্টফোন কিনবো তবে কোন ফোনটি ভালো হবে। চিন্তার কোনো কারণ আজ আপনাদের সামনে আমাদের টিম ৩০,০০০ টাকায় সেরা স্মার্টফোনগুলো নিয়ে হাজির হয়ে গেছে। তবে বলে রাখি এই দামে Nothing Phone 1, Samsung Galaxy S21 FE 5G, Oppo Reno 8 5G, Google Pixel 6a, Realme GT 2 স্মার্টফোনগুলো পাওয়া যাবে। নিচে এই সমস্ত ফোনগুলোর কিছু ফিচার এবং দাম নিয়ে আলোচনা করা হল।
Google Pixel 6a | ₹27,999 |
Nothing Phone 1 | ₹25,999 |
Realme GT 2 | ₹26,999। |
Oppo Reno 8 5G | ₹26,999 |
Samsung S21 FE 5G | ₹31,999 |
Google Pixel 6a: এই স্মার্টফোনটি বিশেষকরে যারা ৩০,০০০ টাকার মধ্যে একটি গুগলের ফোন নিয়ে চাই তাদের জন্য। গুগল পিক্সেল ৬a স্মার্টফোনে আছে ৬০Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ একটি ডিসপ্লে, Google Tensor চিপ এবং দূর্দণ্ড ক্যামেরা সেটআপ। আর এই ফোনের সবথেকে হাইলাইট ফিচার হল সফটওয়্যার সাপোর্ট। অ্যান্ড্রয়েড জগতে সবথেকে ভালো সফটওয়্যার সাপোর্ট আছে পিক্সেলের এই স্মার্টফোনে। ফ্লিপকার্ট সমস্ত অফার নিয়ে ফোনটির দাম আছে ₹২৭,৯৯৯ টাকা।
Nothing Phone 1: এই স্মার্টফোনটি সম্পর্কে আমরা সবাই পরিচিত। কারণ এই স্মার্টফোনটি লঞ্চ হবার আগে যে কি পরিমান হইচই উঠেছিল টা আমরা সবাই জানি। ফোনটিতে সবথেকে হাইট ফিচার হিসাবে আছে স্মার্টফোনটির ডিজাইন। অসাধারণ ডিজাইনের সাথে পিছনে জ্বলতে থাকা LED লাইট আপনার মন মুগ্ধ করে তুলবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে এই স্মার্টফোনটি সমস্ত অফারের সাথে পাওয়া যাবে ₹২৫,৯৯৯ টাকায়।
Realme GT 2: রিয়ালমির তরফ থেকে Realme GT 2 স্মার্টফোনটি বিগ বিলিয়ন ডেজ সেলে ৩০,০০০ টাকার নিচে এক অন্যতম সেরা স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে আছে শক্তিশালী কোয়ালকম স্নাপড্রেগণ ৮৮৮ প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, সাথে আছে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা সেটআপ। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে এই স্মার্টফোনটি পাওয়া যাবে ₹২৬,৯৯৯ টাকায়। যাদের একটি পাওয়ারফুল গেমিং স্মার্টফোন দরকার তাদের জন্য এই স্মার্টফোনটি একটি সেরা স্মার্টফোন।
Oppo Reno 8 5G: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে Oppo দিচ্ছে তাদের রেনো ৮ স্মার্টফোনে অসাধারণ ছাড়। এই স্মার্টফোনটি সমস্ত অফারের সাথে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে পাওয়া যাবে ২৬,৯৯৯ টাকায়। এই স্মার্টফোনের ফিচারের মধ্যে অন্যতম শনি ক্যামেরা, ৮০w ফাস্ট চার্জিং এবং সুন্দর ডিজাইন। ক্যামেরা লাভারদের জন্য এই স্মার্টফোনটি সেরা স্মার্টফোন।
Samsung Galaxy S21 FE 5G: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ৩০,০০০ টাকায় সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S21 FE 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটির দাম একটু বেশি সমস্ত অফার লাগিয়ে এই স্মার্টফোনটি চলে আসবে ₹৩১,৯৯৯ টাকায়। দামে একটু বেশি হলেও ফিচারের দিক থেকে এই স্মার্টফোনের আর কোনো বিকল্প নেই। স্মার্টফোনটিতে আছে১২০Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ ২x অ্যামোলেড ডিসপ্লে, OIS সহ ক্যামেরা, স্মুথ One UI এবং আছে অন্যান্য ফিচার।