আজ 10 আগস্ট বুধবার, স্যামসাং তাদের unpacked ইভেন্টে Samsung Galaxy Z Fold4, Galaxy Z Flip 4, Samsung Galaxy Watch 5, 5 প্রো সহ গ্যালাক্সী Buds 2 Pro লঞ্চ করেছে। আগের জেনারেশনের গ্যালাক্সি buds pro থেকে এবার buds 2 Pro তে থাকবে অসাধারণ অডিও কোয়ালিটি এবং অন্যান্য সব নতুন নতুন সমস্ত ফিচার।
ওই সমস্ত ফিচারের মধ্যে অন্যতম হল buds detection ফিচার। কিছু ডিটেইলস এ জানা যাক, আপনি যদি case Earbuds কিংবা শুধু buds কোথাও রেখে চলে আসেন তাহলে কিছুটা দূরে যাওয়ার পর আপনার মোবাইলে একটা alarm বেজে উঠবে অর্থাৎ একটি নোটিফিকেশন আসবে যাতে আপনি Earbuds কোথাও রেখে না আসেন কিংবা ভুলে যান। ফিচারটা সত্যিই একটা দারুন ফিচার।
Read More: দুটো Amoled ডিসপ্লে ও Snapdragon 8+ Gen 1 এর সাথে লঞ্চ হল Samsung Galaxy Z Flip 4
এই গ্যালাক্সি Buds2 প্রো আপনার Samsung Galaxy ডিভাইসের সাথে অতি সহজেই শুধুমাত্র একটা ট্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ Buds 2 Pro অতি সহজেই অটোমেটিক স্যামসাং এর যেকোনো ফোন, ট্যাবলেট, এবং ওয়াচ এর সাথে অতি সহজেই কানেক্ট করতে পারে। এমনকি কোনো স্যামসাং টিভি এর সাথে কানেক্ট হয়ে থাকলেও যে কোনো ফোন কল অতি সহজেই তোলা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে।
Read More: স্নাপড্রাগণ 8+ Gen 1 এর সাথে Samsung Galaxy Z Fold 4 কিছু ফিচার বেরিয়ে আসলো
স্যামসাং গ্যালাক্সি Buds 2 Pro কেস ছাড়া টানা 5 ঘণ্টা এবং কেস সমেত 18 ঘণ্টা একটানা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারবে। আর ব্লুটুথ 5.3 এর সাপোর্ট এবং এই earbuds এ ঘাম, জল এবং ধুলো থেকে বাঁচার জন্য IPX7 ওয়াটার রেসিসটেন্স সার্টিফিকেট আছে।
এই নতুন Earbuds এ থাকছে 24bit Hi-Fi audio সাপোর্ট এর মাধ্যমে এখন প্রত্যেকটি শব্দকে অতি সহজেই শুনতে পাওয়া যাবে হাই কোয়ালিটিতে। আর Active Noise cancellation থাকছে আগের থেকে অনেক অনেক বেশি উন্নতমানের। এই ডিভাইসে তিনটি SNR (Signal-to-Noise Ratio) দেওয়া আছে যা বাইরের বাতাস, মাইক্রোফোন এমনকি অন্যান্য সাউন্ড কে পুরোপুরি থামিয়ে দেবে।
Read More: Samsung Galaxy Watch 5: তিনটি নতুন BIA সেন্সর ও ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল