গ্যালাক্সী ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো: স্যামসাং এবার তাদের ট্যাবের দুনিয়ায় স্যামসাং গ্যালাক্সি ট্যাব এক্টিভ ৪ প্রো নামে একটি নতুন ট্যাবের ঘোষণা করলো। বিভিন্ন ফিচারের সাথে এই ট্যাব বাজার দখলের জন্য লঞ্চ করলো স্যামসাং। স্যামসাংয়ের এই ট্যাবে থাকবে ৫জি সুবিধা, S পেনের সাপোর্ট এবং সাথে আরো অনেক কিছু। এই ট্যাবটির ওজন ৬৭৪ গ্রাম এবং বডি ডাইমেনশন 242.9 x 170.2 x 10.2 মিলিমিটার। এছাড়াও থাকছে ৬টা ৫জি সিম, WiFi 6, LTE, NFC এবং ব্লুটুথ ভার্সন ৫.২ এর সাথে ৫টি ৫জি ব্যান্ড। এছাড়াও POS এর জন্য knox সিকিউরিটি দেওয়া হয়েছে। ৩ বছর OS আপডেট এবং ৫ বছর সিকিউরিটি আপডেটের কথা বলছে।
Introducing the #GalaxyTabActive4Pro, designed for our work-from-anywhere, mobile world. Whether in the field or as a frontline worker, learn more about our most advanced ruggedized tablet yet: https://t.co/BorZdYtKLI pic.twitter.com/RLqYkjcVBD
— Samsung Mobile (@SamsungMobile) August 31, 2022
গ্যালাক্সী ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো স্যামসাংয়ের নতুন ডিভাইস থাকছে ৪জিবি ও ৬জিবি রেম এবং ৬৪ ও ১২৮ জিবির দুর্দান্ত স্টোরেজ, সাথে থাকছে অক্টা কর প্রসেসর। এছাড়াও ১টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সাপোর্ট আছে। আর থাকছে ১০.১ ইঞ্চির ১৯৩০*১২০০ পিক্সেলের TFT LCD ডিসপ্লে। আর সাথে ৭,৬০০ mAh ব্যাটারি এবং f/১.৯ aperture সাথে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং f/২.০ আপেরটার সাথে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এছাড়াও গ্যালাক্সী ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো ট্যাবলেটে আছে Android 12 সিস্টেম সাপোর্ট। এই সেপ্টেম্বর মাস থেকেই ইউরোপে available হয়ে যাবে স্যামসাংয়ের এই নতুন ট্যাব। তবে আমেরিকা এবং উত্তর আমেরিকাতে এই বছরের শেষে দেখা যাবে কিংবা available হবে বলে জানা গিয়েছে।