শুক্রবার, মার্চ 24নিউস এখন বাংলায়

ChatGPT কে হারাতে গুগল ঘোষণা দিল Bard AI, কবে আসছে?

অনেকদিন ধরে জল্পনা উঠে আসছিল যে গুগল এবার নতুন AI মডিউল নিয়ে আসছে , তার অবসান গঠিয়ে Google অফিসিয়াল ভাবে ঘোষণা করলো তাদের নতুন AI মডিউল Bard AI। ChatGPT লঞ্চের পর থেকেই একটি খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল যে, এবার গুগলের দিন শেষ, গুগলের জায়গা নতুন করে দখল করতে এসেছে গিয়েছে ChatGPT AI ল্যাঙ্গুয়েজ। এই ChatGPT খুব অল্প সময়ের মধ্যেই সবথেকে বেশি ইউজার দখল করেছিল। কিন্তু এবার গুগল ঘোষনা দিল Bard AI ল্যাঙ্গুয়েজ।

Bard AI হল একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ বা Language Model for Dialogue Applications (LaMDA), যেটি হুবহু ChatGPT মত কাজ করবে। যেখানে ChatGPT কে আপনি যে কোনো ধরনের প্রশ্ন ধরলেই উত্তর করে দিত সেখানে Bard AI ও ঠিক একই রকম কাজ করবে। আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে পারেন একটি ক্লিক করে।

যারা জানেন না ChatGPT কি তাদের জানিয়ে রাখি,ChatGPT হল এক নতুন টেকনোলজি সমৃদ্ধ ল্যাঙ্গুয়েজ মডেল AI (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স), যেটি মানুষের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে থাকে। এই নতুন অবিশ্বাস্য টেকনোলজি আবিষ্কার করেন সানফ্রান্সিসকোর এই AI কোম্পানি OpenAI। এই ChatGPT বিভিন্ন ধরনের কাজে ব্যাবহার হতে পারে। নিচের লিংকে ক্লিক করে আরো বিস্তারিত জানতে পারেন।

Related: ChatGPT কি এবং কেন অনেকে ChatGPT কে গুগলের বাবা বলছেন?

Bard AI কবে লঞ্চ হবে?

গুগল অফিসিয়াল ভাবে জানিয়েছে তারা একটি সেরা এবং উন্নতমানের টেকনোলজির উপর কাজ করছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই Bard AI ল্যাঙ্গুয়েজ মডেল আসতে চলেছে।

গুগলের CEO একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, আমরা এবার আমাদের নেক্সট জেনারেশন ল্যাঙ্গুয়েজ লঞ্চ করতে চলেছি, যেটির কথোপকথন ক্যাপাবিলিটি আমাদের Language Model for Dialogue Applications (LaMDA) দ্বারা পরিচালিত হবে।

Bard AI ব্যাবহারের কি কি সুবিধা থাকবে?

গুগলের ঘোষণা অনুযায়ী Bard AI হল সবথেকে অ্যাডভান্স ও ইন্টেলিজেন্ট টেকনোলজি যেটি Language Model for Dialogue Applications (LaMDA) দ্বারা পরিচালিত। এটি Web থেকে হাই কোয়ালিটি ইনফরমেশন সংগ্রহ করে একটি ফ্রেশ ইনফো ইউজারদের সামনে রাখবে।

এটি নতুন নতুন আবিষ্কার সমন্ধে জানতে, দুটি জিনিসের মধ্যে তুলনা করতে, ফুটবলের সেরা স্ট্রাইকার, ক্রিকেটার সেরা খেলোয়াড় এবং আরো অন্যান্য কিছু জানতে সাহায্য করবে।

সব মিলিয়ে এটি আপনার জীবনের অনেক সময় বাঁচিয়ে দেবে। আপনি একটি ক্লিকের মাধ্যমে খুব সহজেই যে কোনো প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন।