Android 13, Pixel 6a, Pixel 7 ও 7 Pro, Pixel Watch ও Pixel Buds Pro কি কি থাকছে ও কবে launched হবে?

Google I/O Event 2022 হল প্রতিবছর অনুষ্ঠিত এক বিশাল কনফারেন্স, যেখানে কোম্পানি নতুন নতুন technology, Apps ও Google ecosystem সম্পর্কে আলোচনা করে।

আর এটাই হল Google কোম্পানির মেন ইভেন্ট। এই বছর Google I/O Event May 11 & 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে।

কোথায় অনুষ্ঠিত হয়েছে?

Google পুনরায় তাদের প্রবেশপথ অদিয়েন্সডের জন্য উন্মুক্ত করে দেবে এই ইভেন্টে কিন্তু খুব অল্প সংখ্যক দর্শকদের জন্য। এই ইভেন্ট ক্যালিফোর্নিয়া শহরের Shoreline Amphitheatre এ অনুষ্ঠিত হবে।

Google I/O Event কি কি announced হল?

আমরা নিচে কি কি announced হল তার একটি লিস্ট তৈরি করেছি।

Android 13

Pixel 6a

Pixel Buds Pro

Pixel 7 Series

Google Pixel Watch

New Google Tablet

Other things

Android 13:

Android 13

Google I/O 2022 তে Android 13 announced করেছে গুগল। প্রথম developer preview টি ফেব্রুয়ারি মাসে এসেছিল। এখন second developer preview টি available হয়ে গিয়েছে। এই সফটওয়্যারটি পিক্সেল ফোনের Installation এর জন্য তৈরি হয়ে গিয়েছে।

আমরা এখন থেকে Android 13 features সম্পর্কে জানতে পেরেছি কিন্তু কোম্পানি আরও কিছু announced করেছে। এগুলো হল পার্সোনাল কন্টেন্ট apps যার দুটি ক্যাটাগরি, একটি photos, videos এবং অপরটি Music & audio।

নতুন photo picker আপনার Android 13 ডিভাইসে কোন ফটোটি স্পেসিফায় করবেন সেটিকে অ্যাকসেস করতে সাহায্য করবে।

নতুন OS আপনার ক্লিপবোর্ড history আপনাআপনি delete করে দেবে কিছু সময় পর আপনার ফোনের প্রাইভেসি এর জন্য।

এছাড়াও Android 13 খুব ভালো multi-tasking features আমাদের প্রোভাইড করবে tablet ও আরও বড় স্ক্রীনের জন্য।

New লিক Samsung Galaxy Z Fold4 ও Flip 4 নিয়ে কি বলছে? জেনে নিন

Pixel 6a Phone:

Google Pixel 6a

Google Pixel 6 সিরিজের নতুন চিপার ভার্সন announched করেছে যেটির নাম Google Pixel 6a । এটাতে থাকবে 6.1inch display, 6GB RAM, 128GB স্টোরেজ এবং 4,306mAh ব্যাটারি। আর ভিতরে থাকবে Pixel 6 এর ফ্লাগশিপ processor Google Tensor চিপ।

আর ক্যামেরা ঠিক আগের বছরের মতো Pixel 5a মত same hardware ব্যাবহার করা হয়েছে। আর এটার প্রাইস রাখা হয়েছে $449 ডলার।

আর pre-order live হতে চলছে জুলাই 21 আর অফিসিয়াল sale date হচ্ছে জুলাই মাসের 28 তারিখে।

Google Pixel Buds Pro

Google Pixel Buds Pro

Google I/O আরেক ধরনের হার্ডওয়্যার ডিভাইস announced করেছে যার নাম Pixel Buds Pro যেটাকে আমরা TWS বলি।

তারা এর ভিতরে একটি কাস্টম audio chip ব্যাবহার করবে যা Active Noise Cancellation (ANC) এ সাহায্য করবে আর আপনার কানে খুব সুন্দর আওয়াজ পৌঁছে দেবে।

এছাড়াও অন্য ফিচার হল ট্রান্সপারেন্সি মুড যেটি আপনাকে outside world সাউন্ড শুনতে সাহায্য করবে।

এটা জুলাই মাসের 21 থেকে sale হবে যার Price $199 রাখা হয়েছে।

Google Pixel 7 Series

Google Pixel 7 Series

Google সারপ্রাইজ দিয়ে অফিসিয়ালি next generation Pixel ফোন পিক্সেল 7 ও Pixel 7 Pro announced করে দিয়েছে। Pixel 7 ফোনে থাকবে দুটো ক্যামেরা সেন্সর ও Pixel 7 Pro ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা সেন্সর। এই দুটি ফোনের ক্যামেরা সেকশনগুলি aluminum দিয়ে তৈরি করা হয়েছে।

Google আরও জানিয়েছে এই দুটি ফোনেই Next Generation Tensor processor থাকবে এবং Latest Android 13 system থাকবে।

Google Pixel Watch

Google Pixel Watch

আগের লিক থেকে জন্য গিয়েছিল Google Pixel Watch Google I/O 2022 ইভেন্টে announced করা হবে। এই পিক্সেল ওয়াটছটি Pixel 7 ফোনের সাথে launched হবে।

এর গোলাকার ডিজাইন যা স্টেইনলেস স্টীল দিয়ে তৈরি এবং যেটিতে থাকবে customised bands এর সাপোর্ট। এই এডিশনে Wear OS এর নতুন ভার্সন ব্যাবহার করা হবে।

এই Smartwatch এ fitbit fitness software গুলি থাকবে।

New Google Tablet

Google Pixel Tablet

Google এবার অ্যান্ড্রয়েড ট্যাবলেট মার্কেটে পা দিতে চলেছে। Google কোম্পানি এখনও এই ফোনের সমন্ধে অফিসিয়াল name ও specs কিছুই বলেনি, তবে এটা জানা গিয়েছে যে এই নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট এ Google Tensor chip ব্যাবহার করা হবে। এটি 2023 সাথে আসতে পারে।

 

অন্যান্য জিনিস:

  • Google announced করেছে যে 24 ভাষা add হবে তাদের গুগল translate প্লাটফর্মে।
  • Google maps এ নতুন ধরনের features immersive দিতে চলেছে, যার সাহায্যে অনেক city ও building এর 3D ভিউ দেখতে পাব।
  • Google Meet বেটার ভিডিও ও ইমেজিং অ্যাড করতে চলেছে।
  • Google Search multisearch near me অ্যাড করবে।
  • Google my সেটিং ফিচার ইউটিউব ও অ্যাড জন্য কাস্টম অ্যাড ভিউ যোগ করবে।
  • Google নতুন ভার্সন গুগল ওয়ালেট announced করেছে যা OS ডিভাইস থাকবে। Google wallet ইউজারকে তাদের ড্রাইভার লাইসেন্স, পেমেন্ট cards, boarding passes, hotel keys, office badges আর অনেক আপনার মোবাইলে রাখতে সাহায্য করবে।

মন্তব্য করুন