1 ঘণ্টায় Google প্রায় 160 কোটি টাকা লস করল

আজ 9 আগস্ট মঙ্গলবার গুগলের Server কয়েক ঘন্টা ধরে ডাউন চলছে। কেও ভাবতেও পারছেনা যে কি কারণে এমনটা হল। এবার কেও কেও অবাক হচ্ছে কে গুগলের মত কোম্পানির Server ও ঘণ্টার পর ঘন্টা ডাউন চলছে। তবে যাইহোক এর ফলে যে গুগলের অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে টা আর বলার কথা নেই। Google Q3 2022 Google search ও PPC থেকে শুধু মাত্র অ্যাড থেকে প্রায় 51 বিলিয়ন ডলার লাভ করেছিল। যা আমাদের কাছে টাকার পাহাড় বললেই চলে। তবে সিম্পল ভাবে বলতে গেলে Google ঘণ্টায় প্রায় 20 মিলিয়ন ডলার লস হয়েছে, ভারতীয় টাকায় প্রায় 160 কোটি টাকা।

আরও পড়ুন : Whatsapp এর নতুন ‘Login Approval’ ফিচার | WhatsApp hack করা হবে অসম্ভব

এই শুনে ত টুইটার মহলে হইচই লেগে গিয়েছে। এখন টুইটার খুললেই meme তে ভর্তি হয়ে যাচ্ছে। কেও কেও বিশ্বাস করতে পারছে না আবার কেও এই নিয়ে হাশা হাসিও করছে।

এই ট্রেন্ড নিয়ে আবার অনেকজন Twitter এ অন্যান্য পোস্ট করছে, নিজেদের ফটো share করছে, অনেকজন অনেক কিছু পোষ্ট করছে। সর্ব শেষে আমাদের ওয়েবসাইট আসার জন্য ধন্যবাদ। নতুন খবর পেতে আমাদের Google News page ফলো করুন।

মন্তব্য করুন