22 September, 2022: গুগল খুব দ্রুত তাদের ফ্লাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন Google Pixel 7 ও Google Pixel 7 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। এমনই খবর শোনা যাচ্ছে এবং ফ্লিপকার্ট অফিসিয়াল সাইটে গুগলের এই দুটি স্মার্টফোনের ফটো সহ কিছু ফিচার উঠে এসেছে। প্রথমে আইফোন ১৪ সিরিজের লঞ্চের পর এবার অ্যান্ড্রয়েড জগতের সেরা স্মার্টফোন কোম্পানি গুগল পিক্সেল তাদের নতুন ফ্লাগশিপ পিক্সেল ৭ সিরিজ নিয়ে একেবারে হাজির। গুগলের ফোনে আর যায় হোক সফটওয়্যার এক্সপেরিয়েন্স এবং ক্যামেরা যে সেরা হবে সে বিষয়ে কোনরকম সন্ধেও নেই। নিচে Google Pixel 7 ও Google Pixel 7 Pro স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন ও ফিচার নিয়ে আলোচনা করা হল।
Google Pixel 7 and Google Pixel 7 Pro Specifications (গুগল পিক্সেল ৭ ও গুগল পিক্সেল ৭ প্রো ফোনের ফিচার):
গুগল ফ্লিপকার্ট অফিসিয়াল ওয়েবসাইটে কনফার্ম জানিয়েছে যে তাদের এই নতুন ৭ সিরিজের পিক্সেল ফোন দুটিতে থাকবে Google Tensor G2 প্রসেসর। আর এই নতুন চিপসেটের সাথে গুগলের এই দুটি ফোন পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো ফোনে থাকবে অনেক বেশি পাওয়ার, ফটো ও ভিডিও রেকর্ডিং এ থাকবে ভালো কিছু সুবিধা। এছাড়াও এই নতুন Tensor G2 প্রসেসর টির মাধ্যমে Google Pixel 7 ও Google Pixel 7Pro স্মার্টফোন পেয়ে যাবে স্পেশাল কিছু সিকিউরিটি ফিচার।
The Google Pixel Collection. A world of help, built around you.
— Made by Google (@madebygoogle) September 21, 2022
Join us live for #MadeByGoogle on October 6th at 10am ET.
Sign up for updates: https://t.co/SAeNERjMny pic.twitter.com/0D2WSKTTlv
Google Pixel 7 Pro ফোনটিকে Geekbench 5 স্কোরে দেখা গিয়েছে মোটামুটি মাত্রার একটি ভালো স্কোর করতে। Google Pixel 7Pro স্মার্টফোনের সিঙ্গেল কোর স্কোর এসেছে 1068 এবং মাল্টি কোর স্কোরে এসেছে প্রায় 3149। এছাড়া গুগল তাদের ৭ সিরিজের স্মার্টফোন গুলি Snow, Hazel এবং Obsidian তিনটি কালারের সাথে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে।