Google Pixel 7 Pro: Google Pixel 6 Pro ফোনের প্রধান successor হিসাবে লঞ্চ হবে Google Pixel 7 Pro ফ্লাগশিপ। এই আর্টিকেল আমরা next level flagship Pixel 7 Pro ফোনের রিলিজ date, specifications, price এবং আরো অনেক কিছু সমন্ধে আলোচনা করবো।
Google Pixel 7 Pro Release Date: যদি Pixel 7 2022 সালেই রিলিজ হয় তাহলে গুগল Pixel 7 Pro সম্ভবত 2022 সালের October মাসের কাছাকাছি সময়ে লঞ্চ হতে পারে। তবে Google আগে থেকেই আমাদের চমক দিয়ে May 11 Google I/O 2022 তে পিক্সেল 7 pro নিয়ে announced করে দিয়েছে। যদি release date এর ব্যাপারে কথা বলি তাহলে এখনও পর্যন্ত এর সমন্ধে কোনো আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায় নি। আমাদের কাছে শুধুমাত্র একটি আপডেট আছে সেটি হল যে এই ফোনটি 2022 সালের শেষের দিকে যে কোনো সময় পাবলিকে লঞ্চ হয়ে যাবে।
Read More: Google Pixel 7 কবে launch হবে ও কি কি Specifications থাকবে জেনে নিন…
Google Pixel 7 Pro Specifications: Google তাদের আপকামিং ফ্লাগশিপ পিক্সেল 7 Pro ফোনের specifications এর ব্যাপারে তেমন কিছু এখনও বলেনি। এর মানে এই না যে আমরা এই ফোনের সমন্ধে তেমন কিছু জানি না। অনেক বড় বড় সফটওয়্যার developer রা অনেক digging করে আমাদের সামনে Pixel 7 Pro ফোনের কিছু ফিচার তুলে ধরেছে। প্রথমত, আমরা বলেতে পারি যে, Pixel 7 Pro ফোনে second generation Google Tensor chip থাকবে। এই প্রসেসরটি Google কে তাদের মন মত machine learning, mobile optimization এবং আরো ক্যামেরা এর ক্ষেত্রে অনেক ইমপ্রুভ এনে দিয়েছে।
একটু বেশি গভীরে গিয়ে তথ্য খুঁজতে গিয়ে দেখতে পেলাম যে, second generation Tensor chip টির codename “GS201”. আরও জানা যাচ্ছে এই চিপে স্যামসাং এর একটি মডেম থাকবে, যেটির কোড name হল “G5300b”. এটি একটি ঠিক Exynos Modem 5300 এর মত, যেটি এখনও পর্যন্ত announced ও release কিছুই হয় নি। Processor information ছাড়া Google Pixel 7 Pro ফোনের অন্যান্য specs সম্পর্কে তেমন কিছু এখনও জানা যায়নি। আমরা আশা রাখছি গুগল তাদের second generation Tensor “GS201” চিপকে ভালোভাবে অপটিমাইজড করবে এবং আমাদের দেখিয়ে দেবে যে একটি প্রসেসর কতটা ক্ষমতা বহন করতে সক্ষম।
Pixel 7 Pro ফোনের ডিজাইনের কিছুটা পরিবর্তন আমরা লক্ষ করেছি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল camera bar এর পরিবর্তন। এছাড়াও ফোনের পিছনের দিকে একটা চওড়া গ্লাস প্যানেল ব্যাবহার করা হবে যেগুলি ফোনের ক্যামেরা সেন্সর গুলিকে cover করে রাখবে এবং ক্যামেরার চারিদিকে অ্যালুমিনিয়াম ব্যাবহার করবে সেগুলি 100% recycled materials দিয়ে তৈরি।

Read More: Android 13, Pixel 6a, Pixel 7 ও 7 Pro, Pixel Watch ও Pixel Buds Pro কি কি থাকছে ও কবে launched হবে?
Google Pixel 7 Pro Price: Price হচ্ছে কোনো ফোনের একটি মূল বিষয়। Google Pixel 6 এবং 6 Pro ফোনের price launched হবার আগে expect করা হয়েছিল $800 কিংবা তার বেশি, কিন্তু যখন Google তাদের Pixel 6 ফনের প্রাইস $599 ডলার ঘোষণা করলো তখন সত্যিই একটা অবাক করা ঘটনা ঘটেছিল। এইসব ঘটনা দেখে যদি Pixel 7 এবং Pixel 7 Pro এর প্রাইস পিক্সেল 6 এর মত করা হয় তাহলে একটি affordable প্রাইজ এই ফোনটি লঞ্চ হতে পারে। আমরা আগে থাকতেই Pixel ফোনের প্রাইজ আন্দাজ করে বলতে পারি না। যদিও আমরা Google Pixel 7 Pro ফোনের দাম পিক্সেল 6 Pro এর মত ধরি, তাহলে এই ফোনের প্রাইজ গিয়ে দাঁড়াবে $899 ও তারও বেশি। যদি Google Pixel সিরিজের ফোনের সম্পর্কে latest news আমরা প্রথম আপডেট করে দেবো, সেই জন্য এই website কে follow করে রাখুন।