Google Pixel 7 কবে launch হবে ও কি কি Specifications থাকবে জেনে নিন…

Google Pixel 7 Phone: Google Pixel 6 ফোনটি তার সময়ে লঞ্চ হবার আগে থাকতেই দেখাগিয়েছিল এবং October মাসের শেষের দিকে এটিকে কাস্টমারদের হতে দেখা গিয়েছিল কিন্তু ফোনের সিরিজের দিকে তাকানোর একটা কারণ অবশ্যই থাকবে Google Pixel 7 এর প্রথম নাম অনলাইন এ দেখা গিয়েছে। নিচে আমরা এই সমন্ধে আলোচনা করবো এবং release date সম্পর্কেও আলোচনা করবো।

Pixel 7 কখন announced করা হয়েছিল?

11 May অনুষ্ঠিত Google I/O 2022 তে Google Pixel 7 কে তার Pro variant এর সাথে announced করেছিল কোম্পানি। এই announced শুনে সবাই হতবাক কারণ এত দ্রুত Pixel 7 এর জন্য কেও তৈরি ছিল না। অনেকেই ভেবেছিল Google বছরের শেষের দিকে হয়তো এটি announced করবে। এই অনুষ্ঠানে Google তাদের নেক্সট জেনারেশনের ফোনের Specifications সম্পর্কে বেশি কিছু আলোচনা করেনি, তবে যা আমাদের সামনে তুলে ধরেছে টা একটি teaser এর থেকেও বেশি কিছু।

Google Pixel 7 Specifications: Google Pixel 6 ফোনটি থেকে তার আগের জেনারেশনের ফোনের মূল পার্থক্য হল Tensor chip, যেটি Google এর নিজস্ব ডিজাইন করা শুধুমাত্র বেশি বেশি machine learning ফিচার যোগ করার জন্য। উদহারন হিসাবে বলা যায়, Google Pixel 6 এ “Magic Eraser” এর কথা এবং ক্যামেরার অনেক ডিজিটাল improvement যা দ্রুত ফটোকে Process করতে সাহায্য করে। এবার আমরা আন্দাজ করে বলতে পারি যে, Google Pixel 7 ফ্লাগশিপ ফোনে unsurprisingly Next Generation Google Tensor chip থাকবে যার মডেল নম্বর “GS201” ।

এই information গুলি আমরা গুগল এর একটি developer board “Cloud ripper” থেকে পেয়েছি। আরও কয়েক মাস পর আমাদের টিম এই ফোন সম্পর্কে আরো কিছু নতুন তথ্য জানাবে। সবচেয়ে বিশ্বাসযোগ্য source থেকে জানা যাচ্ছে যে এই নতুন GS201 চিপে থাকবে Samsung এর একটি মডেম, যার নাম হল “g5300b”। Samsung এর আগের নাম রাখার কৌশল থেকে বলতে পারি যে এই মডেম Exynos Modem 5300 থাকবে, যেটি এখনও রিলিজ হয়নি।

Google Pixel 7 Live Images:

pixel 7 2
Google pixel 7
Google pixel 7

 

Pixel 7 ফোনের কত ভার্সন থাকবে? Cloud ripper কোড থেকে জানা যাচ্ছে এই ডিভাইস দুটির codename, যার একটি নাম হল “Cheetah” এবং আরেকটি “Panther”, এই code name গুলি সম্ভবত Google Pixel 7 ও Pixel 7 Pro এর। এই ফোনের structure টি আগে থাকতেই Google I/O 2022 তে announced করা হয়েছিল। এটা দেখে ভালো লাগলো যে Google প্রতিবছর generation wise নাম রাখছে।

Google Pixel 7 release date? যখন Google তাদের Pixel 7&7 Pro ফোন দুটি announced করেছিল তখন তারা একটি vital information আমাদের সাথে share করেছিল। আমাদের theory অনুযায়ী Pixel 7 ও Pixel 7 Pro এই বছরের শেষের দিকে release হবে। এই ফোনের রিলিজ date সম্পর্কে বেশি কিছু জানতে পারে নি কারণ তারা Google I/O 2022 তে Google Pixel 6a এবং Google Pixel 7 মাত্র 15 মিনিটে announced করেছিল।

Sources

মন্তব্য করুন