Google Pixel 7 সিরিজের পর সবার নজর এখন Google Pixel 7a দিকে। কারণ পিক্সেল 7a কম দামে সবথেকে বেশি ফিচার প্রদান করে। তবে অনেকের মতে আগামী কয়েকমাসের মধ্যে পিক্সেল ৭a গ্লোবাল মার্কেটে ঘোষণা হয়ে যাবে। Google তাদের IO ইভেন্ট ২০২৩ সালের মার্চ মাসের দিকে অনুষ্ঠান করার পরিকল্পনা করছে। আর সেখানেই হয়তো Google Pixel 7a স্মার্টফোনটি সম্পর্কে কিছু ঘোষণা হবে বলে অনেকের ধারণা। বিখ্যাত টিপস প্রদানকারী মুকুল শর্মার মতে গুগল পিক্সেল ৭a এত দ্রুত ভারতে লঞ্চ হবে না।
Google Pixel 7a ভারতে ঠিক কবে লঞ্চ হবে?
গত বছর দেখেছিলাম Google IO ইভেন্টে পিক্সেল ৬ সিরিজের ঘোষণা করেছিল গুগল কোম্পানি। আর ঠিক ৪ থেকে ৫ মাস পর Pixel 7a গ্লোবাল মার্কেটে আসে এবং তার কিছু দিন পর ভারতে এসে। এবারও ঠিক একই পরিকল্পনা করছে গুগল কোম্পানি। প্রথমে তারা March মাসে অনুষ্ঠিত IO ইভেন্টে পিক্সেল a সিরিজের স্মার্টফোনটি সম্পর্কে ঘোষণা করবে এবং তার কিছুদিন পরে ভারতে লঞ্চ হবে।
Google Pixel 7a স্মার্টফোনের কত দাম হবে?
অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত সঠিক দাম জানা যায়নি, তবে গত বছরের পিক্সেল ৬a স্মার্টফোনের দাম দেখে আমরা একটা অনুমান করতে পারি। গত বছর Google Pixel 6a স্মার্টফোনটির দাম ছিল ₹৪৩,৯৯৯ টাকা যদিও এখন এই ফোনটি ₹৩২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। Google Pixel 7a স্মার্টফোনটির দাম ঠিক এরকম হবে বলে জানা যাচ্ছে।
Google Pixel 7a ফোনে কি কি ফিচার থাকতে পারে?
Google Pixel 7a স্মার্টফোনে থাকবে Tensor G2 চিপ যা আগে গুগলের ফ্লাগশিপ ফোন Google Pixel 7 Pro স্মার্টফোনে ব্যাবহার হয়েছিল। পিক্সেল a সিরিজের স্মার্টফোন পিক্সেল ৭a স্মার্টফোনে এবার প্রথম বারের মত থাকবে Telephoto ক্যামেরা সেন্সর। প্রধান ক্যামেরা হিসাবে ব্যাবহার হবে পিক্সেল ৭ সিরিজের ক্যামেরা। নতুন ফিচার হিসাবে থাকবে ceramic বডি, যা প্রথমবারের মত পিক্সেল সিরিজের ফোনে দেখা যাবে।
এবার পিক্সেল ৭a সিরিজে থাকবে আগের বছরের পিক্সেল ৬a মত একই ডিজাইন। তবে ক্যামেরা ও সফটওয়্যার হবে উন্নতমানের। আমরা জানি গুগল পিক্সেল ফোনগুলো ক্যামেরা ও সটওয়্যার এক্সপেরিয়েন্স এর জন্য বিখ্যাত।