পৃথিবীর প্রথম IMX800 ক্যামেরা sensor আনছে Honor 70 সিরিজ

এখনকার দিনগুলিতে Honor এর পরিবারের সমস্ত ফোনের ক্ষেত্রেই খুবই দারুন খবর সোনা যাচ্ছে। কিছুদিন আগেই Honor তাদের এক নতুন এডিশনের মেশিন announced করেছে, আর ওই নতুন প্রোডাক্ট সম্পর্কেই আজকের এই breaking নিউজ। Digital Chat Station নিউজ থেকে জানা যাচ্ছে যে, Honor 70 সিরিজের ফোনগুলোতে পৃথিবীর প্রথম Sony IMX800 Lens থাকবে, যা এই ফোনের মেন ক্যামেরাতে ব্যাবহার হবে।

আরো জানা যাচ্ছে এই নতুন লেন্সের সাথে সাথে ফটোগ্রাফিতে এক অসাধারণ পরিবর্তন আনতে চলেছে Honor কোম্পানি। এই ফোনের লঞ্চ এর সময় এর বেশি দিন নয়, মনে হয় এই মাসের শেষের দিকে এর launch date officially announced হয়ে যাবে।

নতুন IMX800 সম্পর্কে অনেক খবর বাজারে জানা যাচ্ছে, অনেক ব্লগাররা বলছে এই একই Sensor Huawei’s Mate50 Pro এবং Xiaomi 12 Ultra ফোনে ব্যাবহার করা হবে, সাইজ 1/1.1 inches, 1/1.12 inches যা কিনা Samsung GN2 Sensor এর থেকে বড়, এর এতে Pixel 50MP থাকবে।

এর পিছনে লেন্স মডিউল টা এবার আরও বড় হবে কারণ সেন্সর তাই হচ্ছে অনেক বড়, কিন্তু তবুও এটি সম্পূর্ণরূপে কোম্পানি কোন material ব্যাবহার করবে ক্যামেরা মডিউল তৈরিতে তার উপর পুরোপুরি নির্ভর করবে মডিউলটি ছোট না বর হবে। এই সিরিজের টপ version Honor 70 Pro Plus ফোনে পৃথিবীর প্রথম IMX800 সেন্সর এর পাশাপাশি MediaTek Dimensity 9000 ব্যাবহার করা হবে। এই বছর মিডিয়াটেক high-end flagship processor Snapdragon 8 Gen 1 এর সাথে সমান লেভেলে লড়াই করছে।

মন্তব্য করুন