
Chess খেলা হল ভারত তথা পুরো পৃথিবীতে এক অন্যতম জনপ্রিয় খেলা। এই খেলাটি অনলাইনে খুব সহজেই বন্ধুদের সাথে খেলা যায়। এছাড়াও যেকোনো একটি অ্যাপস ডাউনলোড করলেই খেলতে পারবেন আপনিও আপনার বন্ধু বান্ধবদের সাথে। তবে এই খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আপনাদের বেশিরভাগই জানেন না। ভারতে প্রায় ২ লক্ষের কাছাকাছি মানুষ এই chess খেলাটি টুর্নামেন্টে খেলে থাকে। আর সেই কারণেই এই প্রতিবেদনে নিয়ে এসেছি কিভাবে আপনি Chess Result দেখবেন কিনবা চেক করবেন খুব সহজেই। চলুন জেনে নিই পদ্ধতি।
How to check Chees Result (কিভাবে chess রেজাল্ট দেখবেন?)
চেস রেজাল্ট দেখার সবথেকে সহজ পদ্ধতি হল গুগল সার্চ। আপনাকে শুধু গুগলে গিয়ে Chess Result বলে সার্চ করতে হবে আর তাতেই chess-result.com একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। সেখানে গিয়ে tounament search অপশনে ক্লিক করলেই আপনি টুর্নামেন্টের ডেটা গুলো দিয়ে টুর্নামেন্ট এর রেজাল্ট দেখতে পারবেন এবং ফাইনাল রেজাল্ট টেবিল সহ এক্সসেল ফাইল ডাউনলোড করতে পারবেন। দেখুন স্টেপ বাই স্টেপ
NO 1. গুগলে সার্চ করুন “Chess Result” আপনার সামনে chess-result ওয়েবসাইট আসবে
NO 2. সেখানে টুর্নামেন্ট search অপশনে ক্লিক করলে একটি মেনু আসবে।
NO 3. সেখানে টুর্নামেন্ট নাম, টুর্নামেন্ট ডিরেক্টর নাম, অর্গানাইজেশনের নাম, আর্বিতার, লোকেশন, টুর্নামেন্ট টাইপ, দেশের নাম লিখে search বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন সমস্ত তথ্য।
আশা করি আপনারা সঠিকভাবে chess result দেখতে পেরেছেন। এরকম আরো নিউজ পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।
প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।