WBCHSE HS RESULTS 2022 TIME : WBCHSE ক্লাস 12 ও Higher Secondary পরীক্ষার্থীদের জন্য June 10, 2022 ঠিক সময় 11 টার সময় HS result ঘোষণা করে দিয়েছে। জেনে নিন কিভাবে আপনি WB HS results নিজে নিজেই চেক করবেন স্টুডেন্টরা wbchse.nic.in, wbresults.nic.in ওয়েবসাইটে নিজেদের results চেক করতে পারবেন।
EASY Step by Step SOLUTION:
- First, Go to the WBCHSE website: www.wbresults.nic.in 2022 HS result.
- Click on the ‘West Bengal Council of Higher Secondary Education Examination – 2022’ link.
- Enter the Roll No in the appropriate fields.
- Enter the correct Captcha
- Click on the submit button.
- WB 12th Result 2022 will be displayed on your mobile or desktop screen.
Step by step Details Solution (wbresults.nic.in)
প্রথমে আপনারা পাশের এই লিংকে ক্লিক করবেন কিংবা google chrome এ গিয়ে wbresults.nic.in লিখে Search করবেন।
এরপর আপনাদের সামনে একটি window open হবে সেখানে West Bengal Council of Higher Secondary Education Examination – 2022 এই লেখাতে ক্লিক করবেন।
এরপর একটি উইন্ডো ওপেন হলে সেখানে Enter Your Roll ও No এর জায়গায় আপনাদের অ্যাডমিট এ দেওয়া Roll No টি লিখে নিবেন এবং Enter Captcha এর ঘরে পাশে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটি লিখবেন এবং submit button এ click করলে আপনার আপনাদের results পেয়ে যাবেন।
HS Top Results
এই বছর কোচবিহার থেকে Adisha Deb Sharma West Bengal HS পরীক্ষায় 99.6% পেয়ে প্রথম হয়েছেন। এছাড়াও 272 জন ছাত্রছাত্রী top 10 পজিশনে রয়েছে।
এই বছর HS পরীক্ষায় পাশের হার গিয়ে 88.44% গিয়ে দাঁড়িয়েছে।
এই বছরের WBCHSE ক্লাস 12 এর Exam 12 এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং 26 এপ্রিল গিয়ে শেষ হয়েছিল। COVID 19 এর মত এক বড় সমস্যার জন্য পুরো পরীক্ষাটি অফলাইন হয়।
এই পরীক্ষাতে প্রায় ক্লাস 12 এর প্রায় 8 লাখ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়ে বসে।
WBCHSE রেজাল্ট
এই বছর প্রায় 96.8% ছাত্র ছাত্রী WBCHSE ক্লাস 12 এর পরীক্ষা দিয়ে বসে।
ছাত্রীদের থেকে ছাত্রদের স্কোর বেশি?
এই বছর বিশেষ করে ছাত্রদের পার্সেন্টেজ 90.19% এবং মেয়েদের অর্থাৎ ছাত্রীদের স্কোর গিয়ে দাঁড়িয়েছে 86.58 দাড়িয়েছে।
আর এই দেখে সমস্ত ছাত্ররা খুবই আনন্দ পেয়েছে, যেহেতু তারা ছাত্রীদের টপকিয়ে গেছে এবার।
CM মমতা ব্যানার্জি কি বলেছেন?
West Bengal CM Mamata Banerjee সমস্ত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “Congratulations to our successful students and rank-holders of Higher Secondary examination! Girls and boys of our districts have shown exemplary performance, while city students too make us proud. Kudos to the guardians, teachers, schools. Results have been announced by the Council quickly. Next year schedule also declared. Those who have fared below expectations must resolve to try better in future.”
এবছর পাশের হার 88.44% ?
হ্যা এবছর The West Bengal Council of upper Secondary Education (WBCHSE) জানিয়েছে এই বছর পাশের হার গত বছরের থেকে অনেক অনেক বেশি প্রায় 88.44% যা সত্যি অসাধারণ।