অনেক সময় কি হয় মোবাইল স্ক্রীন লক (Mobile Screen Lock) হয়ে যায় অজান্তেই। আর পাসওয়ার্ড কিনবা প্যাটার্ন লক মনে না থাকার কারণে মোবাইল খুলতে চাইনা। শত চেষ্টাতেও মোবাইলের লক কোনো ভাবেই খুলতে পারি না। আজকের এই প্রতিবেদনে আপনাদের মোবাইলের স্ক্রীন লক খোলার অসাধারণ টেকনিক জানাবো। মাত্র দুই মিনিটে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের লক খুলে ফেলতে পারবেন। দেখে নিন উপায়
How to Unlock Screen Lock on Android ( কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রীন লক খুলবেন?)
অ্যান্ড্রয়েড ফোন, হতে পারে স্যামসাং, xiaomi, nokia, realme, Poco, Motorola, iQOO যে কোনো ফোনের লক খোলা খুবই সহজ।
প্রথমে আপনার মোবাইলের সুইচ বন্ধ করুন (Power Off)। তারপরে মোবাইলের পাওয়ার বাটন (Power Button) ও উপরের ভলিউম বাটন (Volume+) টিপে ধরে থাকুন যতক্ষণ না পর্যন্ত মোবাইলের সুইচ অন হয়। তারপরে স্ক্রীনে চারটি অপশন থাকবে, সেগুলির মধ্যে ভলিউম বাটন ও পাওয়ার বাটন দিয়ে “Wipe Data” অপশনে ok করে মোবাইলের সমস্ত ডেটা মুছে ফেলুন।
তারপর, “Reboot” অপশনে ক্লিক করে মোবাইলটি রিবুট করে ফেলতে হবে। রিবুট হওয়ার পর নিচে > অপশনে ক্লিক করে মোবাইল চালু করতে হবে। সেখানে মোবাইল চালু করতে গেলে মোবাইলের ভাষা, নাম, ওয়াইফাই কানেক্ট এগুলি করে ফেলুন।
বেসিক জিনিস গুলি করার পর আপনার সামনে Screen Lock আসবে সেখানে কোনো প্যাটার্ন না দিয়ে নিচে দেওয়া “Use Google Account…” অপশনে ক্লিক করে আপনার আগের gmail ID ও পাসওয়ার্ড দিয়ে মোবাইল খুলে ফেলুন।