Huawei Mate 50 প্রথম রিয়াল ফটো ফাঁস হল অনলাইনে

কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে Huawei Mate 50 স্মার্টফোনটি এবার সত্যিকারের সবার নজরে চলে এসেছে। অনেক অপেক্ষার পর huawei ফ্যান দের জন্য ভালো খবর শোনা গেল। Huawei এই নতুন স্মার্টফোনে থাকতে পারে অসাধারণ সমস্ত ফিচার, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন ফাঁসকারীদের কাছ থেকে। আগামী 6 সেপ্টেম্বর লঞ্চ হয়ে চলেছে এই স্মার্টফোনটি।

আরও পড়ুন: ভারতে খুব দ্রুত আসতে চলেছে Poco M5 5G স্মার্টফোন

প্রথমেই এই Huawei Mate 50 স্মার্টফোনটিতে থাকতে পারে 6.7 ইঞ্চির একটি Full HD+ BOE OLED ডিসপ্লে। সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ 2800*1225 পিক্সেলের একটি ডিসপ্লে। এছাড়াও থাকছে 66W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি।

আরও দেখুন: এখন চাইনা নয় ভারতে তৈরি হতে চলেছে iPhone 14 সিরিজ

Huawei Mate 50 সিরিজের তিনটি স্মার্টফোন অনলাইনে ফাঁস হল। প্রথমটি Snapdragon SM8425 codename সাথে Snapdragon 888/778 4G প্রসেসর থাকতে পারে। •দ্বিতীয় স্মার্টফোনটির codename : Waipio থাকছে এবং প্রসেসর মডেল নাম Snapdragon SM8450 অরিজিনাল নাম হল Snapdragon 8 Gen1 4G প্রসেসর। তৃতীয় স্মার্টফোনটির Codename : Cape, প্রসেসরের codename হচ্ছে Snapdragon SM8475 এবং চিপসেট নাম Snapdragon8+ Gen1 4G প্রসেসর।

আরও দেখুন: Motorola Edge 30 Ultra হতে যাচ্ছে ভারতের প্রথম ২০০MP ক্যামেরা ফোন

Huawei Mate 50 স্মার্টফোনটিতে থাকছে 50MP Sony IMX766 প্রধান ক্যামেরা সেন্সর সহ তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে থাকবে পেরিস্কোপ ক্যামেরা সেন্সর, laser focus এবং 100x zoom সাপোর্ট।

আরও পড়ুন: 80W ফাস্ট চার্জিং ও 778G সাথে 25 আগস্ট চায়নাতে লঞ্চ হতে চলেছে iQOO Z6

এছাড়াও Huawei Mate 50 ফ্লাগশিপ ফোনে থাকছে 8GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজের সাপোর্ট। আর প্রসেসর হিসাবে থাকছে Snapdragon থেকে আসা পাওয়ারফুল চিপসেট Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট। সাথে থাকছে Harmony OS 3.0।

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন