Infinix Note 12 5G ও 12 Pro 5G ভারতে আজ লঞ্চ হল | জেনে নিন দাম ও অন্যান্য ফিচার

আজকে 8 জুলাই Infinix তাদের নতুন স্মার্টফোন Infinix Note 12 5G এবং Note 12 Pro 5G নামে দুটি ফোন লঞ্চ করল বাজারে । এর আগে May মাসে তারা Infinix Note 12 ও Infinix Note 12 Turbo নামে দুটি ফোন লঞ্চ করেছিল। এই স্মার্টফোন দুটি আগের Note সিরিজের স্মার্টফোনের তুলনায় আপগ্রেড হয়েছে। এই নতুন দুটি ফোনে আসে লেটেস্ট 5G connectivity এর সাথে।

Infinix Note 12 5G সিরিজ Price: এই ফোন দুটির price রাখা হয়েছে – Infinix Note 12 5G ফোনের ভারতে Price ₹14,999 টাকা এবং Infinix Note 12 Pro 5G ফোনের ভারতে দাম ₹17,999 টাকা। দুটি স্মার্টফোনই আগামী 14 জুলাই থেকে Flipkart Official website কিংবা অ্যাপ available হয়ে যাবে। Infinix কোম্পানি নতুন নোট সিরিজের স্মার্টফোন লঞ্চ করার পাশাপাশি কাস্টমারদের জন্য অনেক অফার দিচ্ছে। Infinix Note 12 Pro 5G ফোনের ক্ষেত্রে ডিরেক্ট 1000 টাকা ডিসকাউন্ট এবং Axis Bank card থাকলে দিচ্ছে 1500 টাকা নগত ডিসকাউন্ট। এই সব অফার মিলিয়ে এই ফোনের প্রাইস হচ্ছে ₹15,499 টাকা। একই রকম ভাবে Infinix Note 12 5G ফোনের ক্ষেত্রে কোম্পানি দিচ্ছে 500 টাকা ডিসকাউন্ট এবং Axis Bank card থাকলে দিচ্ছে 1500 টাকা ডিসকাউন্ট। এই সব অফার মিলিয়ে এই ফোনের price হচ্ছে ₹12,999 টাকা।

Infinix Note 12 Pro 5G Specifications:

এবার দেখে নিনি Infinix Note 12 Pro 5G ফোনের কিছু ফিচার। এই স্মার্টফোনে থাকবে একটি 6.7 inches FHD+ AMOLED ডিসপ্লে । সাথে 60Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট। এছাড়াও স্ক্রীন resolution 1080*2400 Pixel, Corning Gorilla glass 3 এবং 700 nits peak brightness সাপোর্ট। এই ফোনে আছে 6nm টেকনোলজির উপর গঠিত MediaTek Dimensity 810 5G প্রসেসরের সাথে MediaTek HyperEngine 2.0 টেকনোলজি ।

এই Note 12 Pro 5G ফোনের ভিতরে থাকছে 8GB LPDDR4X RAM ও 13 GB ভার্চুয়াল RAM সাপোর্ট এবং UFS2.2 স্টোরেজ সাপোর্ট। এই ফোনের ক্যামেরা দেওয়া হয়েছে 108MP তিনটি রিয়ার ক্যামেরা সম্পুর্ন Quad LED flash এবং 16 MP Dual LED flash সম্পূর্ণ একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 33W ফাস্ট চার্জিং ও type C ক্যাবল সম্পূর্ণ একটি বিশাল 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির মতে এটি 30 মিনিটে ফোনকে full charge করতে সক্ষম।

Infinix Note 12 5G Specifications: এই স্মার্টফোনে থাকবে একটি 6.7 inches FHD+ AMOLED ডিসপ্লে সাথে 60Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট। এছাড়াও স্ক্রীন resolution 1080*2400 Pixel, Corning Gorilla glass 3 এবং 700 nits peak brightness সাপোর্ট। এই ফোনে আছে 6nm টেকনোলজির উপর গঠিত MediaTek Dimensity 810 5G প্রসেসরের সাথে MediaTek HyperEngine 2.0 টেকনোলজি ।

এই Note 12 5G ফোনের ভিতরে থাকছে 6 GB LPDDR4X RAM ও 9 GB ভার্চুয়াল RAM সাপোর্ট এবং UFS2.2 স্টোরেজ সাপোর্ট। এই ফোনের ক্যামেরা দেওয়া হয়েছে 50MP তিনটি রিয়ার ক্যামেরা সম্পুর্ন Quad LED flash এবং 16 MP Dual LED flash সম্পূর্ণ একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে 33W ফাস্ট চার্জিং ও type C ক্যাবল সম্পূর্ণ একটি বিশাল 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির মতে এটি 30 মিনিটে ফোনকে full charge করতে সক্ষম ।

Source:

মন্তব্য করুন