আজ ভারতে Infinix তাদের নতুন 4G ফোন খুব কম দামে ভালো সব ফিচারের সাথে লঞ্চ করলো। এর আগে Infinix নোট 12 সিরিজের অনেকগুলি ফোন লঞ্চ করেছে কিন্তু এবার তারা মার্কেটকে ভালো ভাবে দখল করতে নতুন করে এই Infinix Note 12 Pro 4G ফোন লঞ্চ করেছে। Infinix Note 12 Pro 4G ফোন লঞ্চ হয়েছে দুটি Ram ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এর সাথে। একটি 6GB Ram ও 64GB স্টোরেজের সাথে ভারিয়েন্টির দাম ₹10,999 টাকা এবং 8GB RAM ও 128GB স্টোরেজের সাথে ভেরিয়েন্টির দাম ₹11,999 টাকা। এবার এই ফোনের কিছু ফিচার নিয়ে আলোচনা করবো। এই Infinix Note 12 Pro 4G ফোনে আছে 90Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ 6.6 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে, যেটির পিক ব্রাইটনেস 480 nits এবং 180Hz touch sampling রেট।
Infinix Note 12 Pro 4G স্মার্টফোনে 50MP এর একটি প্রাইমারি ক্যামেরা লেন্স আছে এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে এখানে একটি depth সেন্সর ব্যাবহার হয়েছে। এবং সামনে 8MP এর একটি সেলফি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। Note 12 Pro 4G স্মার্টফোনে UNISOC T616 প্রসেসর এবং LPDDR4X RAM ও UFS 2.2 স্টোরেজের সাপোর্ট আছে। এছাড়াও 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর সাপোর্টও আছে। এছাড়াও নতুন Android 12 সিস্টেম ও XOS 10.6 এর সাপোর্ট। এই স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh এর বিশাল ব্যাটারি আছে। এছাড়াও ফোনকে অত্যধিক গরম থেকে বাঁচানোর জন্য VC Liquid Cooling System ব্যাবহার হয়েছে।
অন্যান্য ফিচারের মধ্যে আছে wifi 5, blutooth 5.1, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, পিছনে ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি। এছাড়াও এই ফোনটির ওজন 191গ্রাম এবং 8.42mm thickness এর সাথে ডিজাইন করা হয়েছে। Infinix Note 12 Pro 4G ফোনটি বিভিন্ন কালারের সাথে পাওয়া যাবে, যেমন electeic blue, raching black, green এবং halo white এই চারটি কালার থাকবে।