Infinix তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন Infinix Note 12 Pro 4G ভারতে লঞ্চ হতে চলেছে অসাধারণ ফিচারের সাথে। আগামী 26 আগস্ট ভারতের বাজারে 108MP ক্যামেরা, হেলিও G99 প্রসেসর 5000mAh ব্যাটারি ও অন্যান্য দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে এই ফোন। নিচে স্মার্টফোনের সমন্ধে ডিটেইলস আলোচনা করা হল।
আরও পড়ুন: Vivo Y22s 4G ফোন লঞ্চ হল ভিতেটনাম বাজারে করা দামে
Infinix Note 12 Pro 4G ফোনে থাকছে 6.7 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকবে 6nm টেকনলজির উপর তৈরি MediaTek Helio G99 পাওয়ারফুল প্রসেসর। এছাড়াও 8GB RAM সাপোর্ট এবং 256GB স্টোরেজের সাপোর্ট Infinix এর নতুন Infinix Note 12 Pro 4G স্মার্টফোনে থাকবে। সাথে 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট থাকবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: মটোরোলার এই 10টি ফোনে সর্বপ্রথম Android 13 আপডেট আসবে
#InfinixNote12Pro 4G launching in India on August 26. Made by #TCL.#infinix
— Nishant Pathak (@NishantBareilly) August 22, 2022
Leaked Specs :-
6.7" FHD+ Amoled Display
Helio G99
108MP Main + Depth +AI Lens Triple Rear 📸
16MP Selfie
5000mAh battery ; 33W Fast ⚡
5GB Virtual RAM
DTS Dual Speakers
4-D Game Vibration
NFC pic.twitter.com/MYJoUrxnxL
Infinix Note 12 Pro 4G স্মার্টফোনে 108MP আল্ট্রা ক্লিয়ার হাই মেগাপিক্সেল ক্যামেরা, একটি depth ক্যামেরা এবং সাথে AI লেন্স সাথে তিনটি রিয়ার ক্যামেরা। সুন্দর সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যাবহার হয়েছে। 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারির বিশাল ব্যাটারিও থাকবে।
আরও পড়ুন: নতুন প্রসেসর ও 144Hz ডিসপ্লের সাথে US লঞ্চ হল Motorola Edge 30
অন্যান্য ফিচারের মধ্যে 5GB ভার্চুয়াল RAM, NFC, ডুয়াল DTS স্পিকার WIFI 5, Bluetooth 5.0, Android 12, XOS 10.6, 7.8mm thickness । এছাড়াও আলপিন হোয়াইট, তুস্ক্যানি blue এবং volcanic grey কালারের সাথে লঞ্চ হতে চলেছে এই Infinix নতুন Infinix Note 12 Pro 4G স্মার্টফোন।