iOS 16 launched date and কি কি improvement থাকছে জেনে নিন?

Apple এক পরবর্তী জেনারেশনের iOS এবং iPadOS ভার্সন ডেভলমেন্ট করছে, যেই operating system টি iPad ও iPhone এর জন্য ডিজাইন করা হবে।

নতুন ভার্সনের iOS 16 এবং iPadOS আসতে আরো কিছু মাস বাকি আছে,

কিন্তু Apple সবসময় সফটওয়্যার গুলিতে আগে থেকে কাজ শুরু করে testing করে যা করে developers রা পরবর্তী পরিবর্তনগুলি ভালো ভাবে করতে পারে। নিচে iOS 16 এর ফিচার নিয়ে আলোচনা করা হল। –

Read More: Apple WatchOS 9 ও Ipad OS 16 কবে আসবে ও কি কি থাকবে?

No Notch Display

পরবর্তী iPhone 14 Pro মডেল গুলিতে আশা করা হচ্ছে এক hole-punch ডিজাইন দেওয়া হবে, যার মধ্যে একটি ছোট ফ্রন্ট facing ক্যামেরা থাকবে।

যদি এটা ঘটে তাহলে Apple তাদের টপ লেভেলের iPhone মডেল গুলিতে ডিজাইন পরিবর্তন করতে পারে status বারের চারিদিকে বেশি জায়গা পাওয়ার জন্য।

Health App Improvement

Apple তাদের Health App এর একটি আপডেট ভার্সন নিয়ে আসবে iOS 16 এর সাথে, যেটিতে sleep tracking ফাংশন এবং ঔষাদপত্র ম্যানেজমেন্টের উপর বেশি গুরুত্ব দেওয়ার জন্য।

Apple একটি ঔষদ পরিষেবা টুল উন্নতি করছে যা ইউজারকে অ্যাপের ভিতর পিল বোতল রাখতে সাহায্য করবে। এই Health App এ Woman দের জন্য অনেক Health features দেওয়া হবে।

Notification Update

Bloomberg Mark Gurman এর মতে, iOS 16 এ notification এর এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে, যদিও এই সময় এই আপডেট সম্পর্কে তেমন কিছু সঠিকভাবে জানা যায় নি।

ios 16

 

Car Crash Detection

বিভিন্ন rumors থেকে জন্য যাচ্ছে iPhone 14 সিরিজে এই নতুন Car Crash Detection ফিচার থাকবে, যেটি iPhone কে একটি অঘটন ঘটার সাথে সাথে automatically emergency সার্ভিস dial করতে সাহায্য করবে।

এটি একটি software side সাপোর্ট যেটি iOS 16 এ থাকবে বলে বিভিন্ন লিক থেকে জন্য যাচ্ছে।

Read More:  Apple M1 MAX পৃথিবীর সবচেয়ে Powerful Laptop CPU সম্পর্কে জেনে নিন।

Emergency Satellite Features

কিছু rumors থেকে জানা যাচ্ছে Apple তাদের পরবর্তী iPhone 14 মডেল স্যাটেলাইট based emergency ফিচার যোগ করতে চলেছে, যা iOS 16 এ সাপোর্ট থাকবে।

যদি এই ফিচারটি realeased হয় তাহলে iPhone যেকোনো পরিস্থিতিতে text ও রিপোর্ট অনেক বেশি জায়গায় পাঠাতে পারবে।

Services

Apple অনেকগুলি সার্ভিসে কাজ করছে শুধুমাত্র iOS এর জন্য, যেগুলি iOS 16 এর সঙ্গে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে।

A buy now, pay later ফিচার Apple Pay তে আসবে, যেটি klarna এর মত Apple Pay তে কাস্টমারদের কিছু purchases করতে সাহায্য করবে। Buy now, pay later ফিচার 2022 সালেই launched হবে বলে জানা যাচ্ছে।

Apple এমন একটি hardware subscription প্রোগ্রামে কাজ করছে যেটি কাস্টমারকে কোনো iPhone, iPad, Mac, iCloud storage এবং Apple music subscription কেনার জন্য মাসে মাসে টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে।

এই ফিচারগুলো 2022 এর শেষে কিংবা 2023 সালে আসতে পারে।

Apple Fitness 2022 সালে নতুন নতুন ফিটনেস types provide করবে। Apple এক ধরনের Instacart style service এ কাজ করতে চলেছে Health App এর নিউট্রিশন data এর সাহায্যে, যদি এখনও পুরপুরি confirm হয় নি।

Always on Display Feature

Apple তাদের নতুন iOS 16 এ এবার always on display ফিচার আনছে যা বলা যেতে পারে এক খুবই গুরুত্বপূর্ণ আপডেট।

Device Support

Apple এর কোন কোন device এ iOS 16 এর সাপোর্ট দেওয়া হবে টা এখনও সঠিকভাবে জানা যায়নি। Apple তাদের iPhone 6s, iPhone 6s plus, first-generation iPhone SE এবং iPhone 7 অর্থাৎ অ্যাপল এর সেই সমস্ত ফোনগুলোতে iOS 16 নিয়ে আসবে না যেগুলিতে 3 GB এর কম RAM থাকবে।

iPad touch এর ক্ষেত্রেও ঠিক একই আপডেট। iOS 16 এবং iPadOS 16 এর সাপোর্ট এর জন্য কমপক্ষে 3GB RAM প্রয়োজন।

Release Date

June 6 WWDC তে অ্যাপল তাদের iOS 16 এবং iPadOS 16 announced করার পর পরই deceloper একই দিনে টেস্টিং করতে শুরু করবে। এর জন্য সম্পূর্ণ June মাসটাই developer OS এর উপর কাজ করবে তাই developer beta update আসতে আসতে July মাস পর্যন্ত সময় লাগবে।

Apple 2 developer beta আপডেটের পর পরই publically রিলিজ করবে কিন্তু iOS 16 এর development প্রয়োজন টা এখনও অনেক বাকি আছে। সেই জন্য public এর রিলিজ করার আগে এটিকে আরো আপডেট প্রয়োজন তাই এটি আসতে third developer beta update পর্যন্ত সময় লাগবে।

Developers এবং Public beta tester রা iOS 16 test করার পর পাবলিকে রিলিজ হবে এবং এটি নতুন মডেলের iPhone 14 সিরিজের সাথে আসবে বলে জানা যাচ্ছে।

Sources:

মন্তব্য করুন