যত দিন যাচ্ছে ততই Technology উন্নত থেকে উন্নততর হচ্ছে। গতবছর September মাসে iPad Air 4 লঞ্চ হয়েছিল। Marcrumors রিপোর্ট অনুযায়ী Apple এর upcoming 2022 এর Apple Air 5 মডেলের ভিতরের দিক থেকে কিছু specifications ফাঁস হয়ে এছেসে।
কিচু খবর থেকে জানা যাচ্ছে Air 5 ঠিক iPad Mini 6th generation এর মত হবে এবং সাথে থাকবে A15 bionic চিপ ও একটি দুর্দান্ত 12 MP wide-angle front ক্যামেরা, সাথে থাকবে 5G সাপোর্ট ও সেন্টার স্টেজ সাপোর্ট ও Quad-Led ফ্ল্যাশ। এই সব লিকের দিকে তাকালে বোঝা যায় নতুন Apple Air 5 এর ডিজাইন হতে চলেছে ঠিক আগের জেনারেশন এর মত। পিছনে থাকবে single camera ঠিক তার আগের জেনারেশন এর মত। এছাড়াও এতে থাকবে স্টোরেজ হিসাবে 64GB থেকে 128GB ভেরিয়েন্ট।
আগের রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের 2022 সালে প্রথম প্রোডাক্ট Air 5 লঞ্চ হতে পারে মার্চ ও এপ্রিল মাসের ভিতরে এবং সঙ্গে iPhone SE 3 মডেলটি লঞ্চ হতে পারে একই ইভেন্টে।
চীনের mac অটাকারার supply chain অনুযায়ী, 2022 সালেই Apple তাদের নতুন জেনারেশন এর iPad Air 5 লঞ্চের জন্য প্রুস্তুত করেছে।
Read More: Google Pixel 6a কি ভারতে আসবে? সেটা জেনে নিন..
Apple iPad Air 5 Display: বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে Apple iPad Air 5 এর ডিসপ্লে আগের জেনারেশন এর তুলনায় অনেক ভালো ও উন্নত মানের TECNOLOGY ব্যাবহার হবে বলে জানা যাচ্ছে না বরং কিছুটা পরিবর্তন হবে বলে এখনও জানা গেছ
আগের একটি লীকের সূত্র ধরে বলা যায় Apple iPad Air 5 সম্ভবত iPhone SE 3 এর সঙ্গে একই DATE এ মার্চ ও এপ্রিল মাসে ঘোষণা হবে বলে এখনও পর্যন্ত জানা গেছে। সঙ্গে আরও জানা গেছে iPhone SE 3 তে থাকবে iPhone XR এর মত বড় নচযুক্ত ডিসপ্লে
শেষে বলা যায় tablet এর দুনিয়ায় Apple অনেক বছর ধরে রাজত্ব করছে তাই যদি অ্যাপল তাদের আপকামিং iPad Air 5 ঠিক আগের জেনারেশন iPad Air 4 এর মত US $599 এ লঞ্চ হয় তবে সেটা নিসন্ধে খুবই ভালো হয়।