Smartprix অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে আইফোন ১৪ সিরিজের সব ফোনে দাম। কিছুদিন আগেই আইফোন ১৪ সিরিজের সমস্ত স্মার্টফোনের ডিজাইন, ডিসপ্লে সাইজ, প্রসেসর, ব্যাটারি এবং ক্যামেরা ফিচার আমাদের সামনে বেরিয়ে এসেছিল। কিন্তু এবার আমাদের সামনে এবার আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্ট দাম ফাঁস হয়ে বেরিয়ে আসলো। নিচে সবকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম আমেরিকান ডলার এবং ভারতীয় টাকা হিসাবে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এখন চাইনা নয় ভারতে তৈরি হতে চলেছে iPhone 14 সিরিজ
আইফোন ১৪ দাম:
প্রথমে আমরা আইফোন ১৪ সিরিজের দাম নিয়ে কথা বলবো। ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা গিয়েছে আইফোন ১৪ সিরিজে পুরো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে চলেছে। প্রথমটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সাথে আমেরিকান টাকায় $৭৯৯ ডলার যা ভারতীয় টাকায় প্রায় ₹৬৩,৫১৭.৩০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম আমেরিকান ডলার হিসাবে $899 ডলার, যা ভারতীয় টাকায় ₹৭১,৪৬৯ টাকা। এবং সর্বশেষে ৫১২ জিবি মডেলের দাম আমেরিকান টাকায় $1099 ডলার, যা ভারতীয় টাকায় ₹৮৭,৩৬৯ টাকা।
আরও দেখুন: Apple 2022 MacBook Pro এবং iPad Pro থাকতে পারে 5NM চিপসেট
আইফোন ১৪ ম্যাক্স দাম:
বিভিন্ন তথ্য থেকে আইফোন ১৪ ম্যাক্সেরও তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট কথা জানা গিয়েছে। প্রথমে ১২৮ জিবি স্টোরেজের আমেরিকান দাম $899 ডলার, ভারতীয় টাকায় ₹৭১,৪৬৯ টাকা। ২৫৬ জিবি মডেলের আমেরিকান দাম $999 ডলার, ভারতীয় টাকায় ₹৭৯,৪২৮ টাকা। এবং ৫১২ জিবি মডেলের দাম আমেরিকান ডলার হিসাবে $1199 ডলার, যা ভারতীয় টাকায় ₹৯৫,৩৩০ টাকা।
আরও পড়ুন: iPhone 15 থাকবে না A17 বায়োনিক চিপসেট। তাহলে কোন আইফোনে থাকবে
আইফোন ১৪ প্রো দাম:
আইফোন ১৪ প্রো দাম বিভিন্ন তথ্য থেকে জানতে পেরেছি। বিভিন্ন তথ্য থেকে জানা গিয়েছে আইফোন ১৪ প্রো মডেলে মোট চারটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। প্রথমটি ১২৮ জিবি আমেরিকান ডলার হিসাবে দাম $1099 ডলার, যা ভারতীয় টাকায় ₹৮৭,৩৬৯ টাকা। ২৫৬ জিবি মডেলের আমেরিকান ডলার হিসাবে দাম $1199 ডলার, যা ভারতীয় টাকায় ₹৯৫,৩৩০ টাকা। ৫১২ জিবি মডেলের আমেরিকান দাম $1399 ডলার, ভারতীয় টাকায় ₹১,১১,২৩২ টাকা। 1TB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম আমেরিকান ডলার হিসাবে $1599 ডলার, ভারতীয় টাকায় ₹১,২৭,১৩৪ টাকা।
আরও দেখুন: iPhone 14 সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর অসাধারণ ফিচারের সাথে
আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম:
আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম Smartprix অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে। বিভিন্ন তথ্য থেকে জানা গিয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে মোট চারটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। প্রথমটি ১২৮ জিবি আমেরিকান ডলার হিসাবে দাম $1199 ডলার, যা ভারতীয় টাকায় ₹৯৫,৩৩০ টাকা। ২৫৬ জিবি মডেলের আমেরিকান ডলার হিসাবে দাম $1299 ডলার, যা ভারতীয় টাকায় ₹১,০৩,২৮১ টাকা। ৫১২ জিবি মডেলের আমেরিকান দাম $1499 ডলার, ভারতীয় টাকায় ₹১,১৯,১৮৩ টাকা। 1TB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম আমেরিকান ডলার হিসাবে $1699 ডলার, ভারতীয় টাকায় ₹১,৩৫,০৮৪ টাকা।
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।