Apple iPhone 14 সিরিজ সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। যদিও apple অফিসিয়াল ভাবে এখনও কিছু জানায়নি। অ্যাপল প্রতিবার সেপ্টেম্বর মাসে 13 তারিখে তাদের ইভেন্টগুলি করে থাকে, কিন্তু বড়ো বড় ফাঁসকারীদের মত একেবারে অন্যরকম। ওই সমস্ত বড়ো লিকার দের মতে অ্যাপলের ইভেন্ট 13 তারিখের আগেও ঘটে যাবে। এক নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে যে Apple iPhone 14 সিরিজ আগামী 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। এমনি এক রিপোর্ট বড়ো ফাঁসকারী টুইটার ইউজার @MaxWinebach থেকে এমন খবর জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে যে অ্যাপল এই ইভেন্টে আইফোন 14, 14 প্রো, 14 Max এবং 14 প্রো ম্যাক্স এবং সাথে Apple Watch Series 8 লঞ্চ করবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Redmi Note 11E 5G ফোনের রিব্রান্ড হয়ে ভারতে আসছে Redmi 11 Prime 5G
iPhone 14 সিরিজ দাম: আইফোন ১৪ এর দাম $799, আইফোন 14 Max ফোনের দাম $899, এবং আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এর দাম $1099 এবং $1199 dollar হবে বলে জানা যাচ্ছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবার আইফোন 100 ডলারের থেকে 150 ডলার গিয়ে পৌঁছিয়েছে।
আরও পড়ুন: iOS 16 launched date and কি কি improvement থাকছে জেনে নিন?
iPhone 14 সিরিজের চিপসেট এবং ব্যাটারি: অনেক আশা করা হয়েছিল যে আইফোন ১৪ সিরিজের সমস্ত ফোনে A16 বায়োনিক চিপ থাকবে। কিন্তু বিখ্যাত লিকার Ming-Chi-Kuo এর মতে শুধু মাত্র iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max ফোনেই নতুন A16 বায়োনিক চিপ থাকবে এবং iPhone 14 এবং 14 Max ফোনে পুরনো A15 বায়োনিক চিপ থাকবে বলে জানা হয়েছে। @VNchoco থেকে আইফোন 14 সিরিজের ব্যাটারির ইনফরমেশন পাওয়া গিয়েছে। লিক থেকে জানা যাচ্ছে আইফোন 14 base মডেল থাকবে 3279 mAh ব্যাটারি, iPhone 14 Max ফোনে 4325 mAh ব্যাটারি এবং iPhone 14 Pro মডেলে 3200mAh এবং iPhone 14 Pro Max স্মার্টফোনে 4323mAh এর ব্যাটারি থাকবে বলে জানা হচ্ছে।
আরও পড়ুন: 120w চার্জিং, 108MP ক্যামেরা ও স্নাপড্রাগন 8+ gen 1 চিপসহ Xiaomi 12 TPro ফোনের সমস্ত ফিচার লিক
ক্যামেরা এবং ডিসপ্লে: iphone 14 সিরিজের ক্যামেরা সমন্ধে তেমন কিছু জানা না গেলেও একটি খবর জানা গিয়েছে যা এবেরগার iPhone গুলিতে 12MP ক্যামেরার এর বদলে থাকবে বিশাল সাইজের 48MP ক্যামেরা সেন্সর। ডিসপ্লে নিয়ে অনেক লিক আগে এসেছিল যে iPhone 14 এবং 14 Max ফোনে 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চির ডিসপ্লে এবং iPhone 14 Pro এবং 14 Pro Max স্মার্টফোনে 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে। কিন্তু Ross Young এর থেকে জানা গিয়েছে যে iPhone 14 Pro ডিসপ্লে 6.06 ইঞ্চি থেকে 6.12 ইঞ্চির মধ্যে এবং iPhone 14 Pro Max ডিসপ্লে 6.68 ইঞ্চি থেকে 6.69 ইঞ্চির মধ্যে হতে পারে।
আরও পড়ুন: Apple M1 MAX পৃথিবীর সবচেয়ে Powerful Laptop CPU সম্পর্কে জেনে নিন।