রবিবার, মার্চ 26নিউস এখন বাংলায়

iPhone News Today: লিক হল iPhone 15 সিরিজের ফিচার, কার্ভড ডিসপ্লে, নতুন ক্যামেরা মডিউল, USB টাইপ C, 15 সিরিজের নতুন ফোন

iPhone News Today 14 February: ১৪ ফেব্রুয়ারি আইফোনের কিছু লিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আইফোন নিউজে আছে দারুন দারুন কিছু খবর। আইফোন ১৫ সিরিজ লঞ্চ হওয়া এখনও অনেক দূর, তবুও অনেক লিকস্টার থেকে এমন সব লিক এসেছে, iPhone 15 সিরিজের লঞ্চ হওয়ার আগেই সমস্ত স্পেসিফিকেশন হল ফাঁস, আইফোন ১৫ সিরিজের প্রো ফোনে থাকতে পারে অল্প ব্যাজেলের সাথে কার্ভেড ডিসপ্লে, এবং থাকতে পারে নতুন ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও ১৫ সিরিজের ফোনে আরেকটি নতুন ফোন যুক্ত হতে পারে, সে গুলি নিয়েই আজকের আলোচনা। চলুন জেনে নিই আজকের আইফোনের সমন্ধে কিছু দুর্দান্ত খবর।

লঞ্চের আগেই আইফোন ১৫ সিরিজের সমস্ত ফোনের স্পেসিফিকেশন হল ফাঁস

বিখ্যাত টুইটার অ্যাকাউন্ট Apple Hub থেকে জানতে পেরেছি আইফোন ১৫ সিরিজের সব ফোনের ফিচার। iPhone 15 ও iPhone 15 Plus ফোনের ডিসপ্লে থাকতে পারে ৬.১ ইঞ্চির ও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, সাথে নতুন ডিজাইন, ডাইনামিক আইল্যান্ড এবং ২.৫ ডি গ্লাস। ফটো ও ভিডিও এর জন্য থাকতে পারে ৪৮ মেগা পিক্সেলের ক্যামেরা, ৬ জিবি রেম এবং A১৬ বায়োনিক চিপ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

iPhone 15 Pro ও iPhone 15 Pro Max স্মার্টফোনে থাকতে পারে ৬.১ ইঞ্চির ও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে, সাথে নতুন ডিজাইন, ডাইনামিক আইল্যান্ড, টাইটানিয়াম ফ্রেম, সলিড স্টেট বাটন এবং ২.৫ ডি গ্লাস। ফটো ও ভিডিও এর জন্য থাকতে পারে ৪৮ মেগা পিক্সেলের ক্যামেরা, ৮ জিবি রেম এবং A১৭ বায়োনিক চিপ এবং ইউএসবি টাইপ সি পোর্ট। তবে iPhone 15 Pro Max স্মার্টফোনে থাকতে পারে 6x ও 10x পেরিস্কোপ অপটিক্যাল লেন্স।

iOS 16.3.1 এখন available হল আইফোনে

এই নতুন আপডেট আপনার আইফোনকে অনেক বেশি বাগ মুক্ত ও স্মুথ করে তুলবে। আপডেট করলে ক্রাশ ডিটেকশন যে ফিচারটি আছে, সেটি আরো বেশি ভালোভাবে কাজ করবে, আইক্লাউড ও আইফোনের সিরি কে নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল সেটি ঠিক হল। এছাড়াও আইফোনের আরো যে সমস্যা গুলি ছিল সেগুলো খুব সহজেই ঠিক হয়ে যাবে iOS 16.3.1 আপডেট করার মাধ্যমে।

আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস স্মার্টফোন আসতে পারে ডাইনামিক আইল্যান্ডের সাথে

আপনি ঠিকই শুনেছেন, টুইটার হ্যান্ডেল Apple Hub থেকে জানা গিয়েছে যে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস অর্থাৎ এই প্রথম বার আইফোনের বেস মডেলে থাকতে পারে ডাইনামিক আইল্যান্ড।

প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।