বৃহস্পতিবার, মার্চ 23নিউস এখন বাংলায়

iPhone Ultra: থাকবে না চার্জিং পোর্ট সামনে থাকবে দুটো সেলফি ক্যামেরা দ্রুতগতির প্রসেসর বড়ো ডিসপ্লে, লঞ্চ হচ্ছে কবে?

iPhone Ultra হল আগামী প্রজন্মের আইফোন সিরিজের সবথেকে অ্যাডভান্সড ফোন, যেটিতে থাকতে চলেছে দ্রুত গতির প্রসেসর থেকে শুরু করে দুটো সেলফি ক্যামেরা। বিভিন্ন লিক থেকে আইফোন আল্ট্রা স্মার্টফোনের লঞ্চের তারিখ, ডিসপ্লে, ক্যামেরা কোয়ালিটি, প্রসেসর সম্পর্কে জানতে পেরেছি। অনেক লিকস্টার বলছে এটি আগামী ২০২৪ সালে লঞ্চ হতে চলা আইফোন ১৬ সিরিজের সবথেকে উচু মডেল হতে চলেছে, আবার কেউ বলছে না এই বছর আইফোন ১৫ সিরিজের ফোনের সাথে লঞ্চ হতে পারে এই দানব ফোনটি। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সত্যতা সম্পর্কে।

আইফোন আল্ট্রা স্মার্টফোন কবে লঞ্চ হতে পারে? (iPhone Ulra Launch Date)

আগামী বছর ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজের তিনটি ফোন কনফার্ম লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তিনটি ফোন হল আইফোন ১৬, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। তবে বিভিন্ন লিক থেকে জানা গিয়েছে আগামী বছর “আল্ট্রা” নামে একটি ফোন আইফোন ১৬ সিরিজে যোগ দিতে পারে। অনেকে বলছে আল্ট্রা ফোনটি এই বছরের আইফোন ১৫ সিরিজের একটি স্মার্টফোন হতে পারে। তবে বিখ্যাত লিকস্টার Mark Gurman (bloomberg) জানিয়েছেন যে আল্ট্রা নামে ফোনটি আগামী বছর ২০২৪ সালে লঞ্চ হতে চলেছে।

“অ্যাপল আগামী বছর আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনের পাশাপাশি একটি নতুন আল্ট্রা স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং অন্যতম নতুন ফিউচার টেকনোলজির সাথে লঞ্চ করতে পারে আইফোন ১৬ আল্ট্রা।” – Mark Gurman

আইফোন আল্ট্রা ফোনের দাম কত হতে পারে?

এখনও পর্যন্ত কেউ সঠিক ভাবে বলতে পারবেনা যে ফোনটি কখন লঞ্চ হবে আর ফোনটির কত দাম হতে পারে। তবে অনেক বড় বড় ফাঁসকারী টুইটারে তার নিজস্ব কনসেপ্ট আর্ট কিনবা দাম কত হতে পারে সেগুলি শেয়ার করেছেন।

LeaksApplePro তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আইফোন আল্ট্রা স্মার্টফোনের দাম $1999 বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে অ্যাপল আইফোন আল্ট্রা স্মার্টফোনটি এই বছর আইফোন ১৫ সিরিজের সাথে লঞ্চ হতে পারে। এছাড়াও থাকবে 6.7 ইঞ্চির ডিসপ্লে ও 8k ভিডিও রেকর্ডিং সাপোর্ট এবং অন্যান্য মডেলের থেকে আল্ট্রা মডেলে দাম হবে বেশি। যদিও $1199 দামটি কম স্টোরেজ ভ্যারিয়েন্ট জন্য। আর বেশি স্টোরেজ ভ্যারিয়েন্ট জন্য দিতে হবে আরো $500 ডলার। এই সমস্ত তথ্য LeaksApplePro তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন।

আইফোন আল্ট্রা স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ফোনের নাম যেহেতু আল্ট্রা তাই স্মার্টফোনটির ফিচারগুলো আল্ট্রা হবে তাতে কোনো সন্ধেও নেই। Mark Gurman জানিয়েছেন, আল্ট্রা মডেল ক্যামেরা, নতুন ফিচার, ডিসপ্লে, প্রসেসর হবে উন্নতমানের। এছাড়াও তিনি আরো জানিয়েছেন আগামী বছরের আইফোন আল্ট্রা স্মার্টফোনে থাকবে না কোনো USB Type C পোর্ট।

আরো একটি নিউজ থেকে জানা গিয়েছে আইফোন আল্ট্রা স্মার্টফোনে থাকতে পারে দুটো সেলফি ক্যামেরা। তিনি আরো জানান আল্ট্রা মডেলের স্টোরেজ ২৫৬ জিবি থেকে শুরু হবে। আর আইফোন আল্ট্রা আসতে পারে iOS ১৮ এর সাথে নতুন ফিচার নিয়ে।

টুইটারে ডিজাইনার Jonas Daehnert আইফোন আল্ট্রা মডেলের একটি কনসেপ্ট শেয়ার করে জানিয়েছেন, আইফোন আল্ট্রা দেখতে ঠিক এরকম হবে যদি তারা অ্যাপল watch এর মত ডিজাইন বানাই।