ভারতের কোন শহরের লোকেরা বেশি iPhone ব্যাবহার করে দেখে নিন

হ্যাঁ এমনি এক সার্ভে করলো cashify কোম্পানি। এই iPhone ব্যাবহারকারীর সংখ্যা নির্ধারণে এই সার্ভের নাম দেওয়া হয় whitepaper survey of ক্যাশিফাই। iPhone ব্যাবহারকারীর সংখ্যা অনেক বেড়েছে সেটাতে কোনো সন্ধেয় নেই। কিছু বছর আগেই যারা আইফোনের ছবি দেখে খুশি থাকতো তাদের হাতে হাতে আজকে আইফোন দেখা যায়। কেও আইফোন নিয়ে আয়নার সামনে মুখ বাঁকিয়ে সেলফি তোলে আবার কেও চুল ঠিক করে ফটো তুলতে থাকে আবার কেও কেও শুধু নিজের আইফোনের পিছন দিকটা দেখানোর জন্য আয়নার সামনে ফটো তুলে facebook, Twitter কিংবা inatagram এ পোস্ট করে।

আরও পড়ুন: USB Type C ও 5G এর সাথে আসতে চলেছে Apple iPad 10th জেনারেশন

ভারতের এমন কিছু জায়গায় আইফোন ব্যাবহার কারির সংখ্যা বেড়েছে যেটা দেখে আপনিও চমকে যাবেন। Whitepaper survey of cashify এর মত অনুযায়ী ভারতের 18% আইফোন ব্যাবহারকারীর সংখ্যা Delhi তে অবস্থিত। আর 11% bengaluru তে এবং সর্বশেষে 10% আইফোন ইউজার মুম্বাইতে আছে। এই সার্ভে মুম্বাই এ সবচেয়ে কম আইফোন ব্যবহারকারী দেখে অনলাইন সবাই অবাক। কেও আবার মানতেও পারছে না। এবার কেও কেও বলে এটা একেবারেই অসম্ভব।

আরও পড়ুন: iPhone 14 সিরিজের অরিজিনাল দাম ও ফিচার হল ফাঁস

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন