120Hz রিফ্রেশ রেট ও 50MP GN5 ক্যামেরা সেন্সর নিয়ে বাজারে আসল iQOO 9T 5G

আজ 2 আগস্ট ভারতে iQOO কোম্পানি তাদের নতুন ফ্লাগশিপ ফোন iQOO 9T 5G স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে দুর্দান্ত সব specifications এর সাথে। চলুন জেনে নিই এই স্মার্টফোনের দাম এবং অন্যান্য ফিচার সমন্ধে।

DISPLAY: iQOO 9T 5G ফোনে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট সম্পূর্ণ একটি E5 AMOLED স্ক্রীন আছে। আর এই স্মার্টফোনের ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1500 nits। এছাড়াও HDR 10+, 8000000:1 কনট্রাস্ট রেশিও এবং সাথে 1200Hz ইনস্ট্যান্ট টাচ এবং 360Hz Touch স্যাম্পলিং রেট আছে। যার সাহায্যে খুব স্মুথ ভাবে যে কোনো গেম খুব ভালোভাবে খেলা যায়।

Read More: 200MP ক্যামেরা ও 125W ফাস্ট চার্জিং সহ Moto X30 Pro এবার TENNA সার্টিফিকেটে দেখা গিয়েছে

Price: iQOO 9T 5G স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত লঞ্চ হয়েছে। 8GB+128GB ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে 49,999 টাকা তবে ICICI ব্যাংকের ডিসকাউন্ট এর সাথে এই ফোনের দাম 45,999 টাকা। 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম প্রায় 54,999 এবং ব্যাংকের ডিসকাউন্ট দাম এসে দাড়ায় 50,999 টাকা।

CAMERA: এই iQOO 9T 5G স্মার্টফোনে 50+13+12 MP এর ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ দেওয়া আছে। 50MP GN5 প্রাইমারি ক্যামেরা সেন্সর, সাথে 13MP আল্ট্রা উইড ক্যামেরা সেন্সর এবং সর্ব শেষে 12 MP এর একটি আলাদা PORTRAIT ক্যামেরা সেন্সর দেওয়া আছে। আর সামনে সেলফি ক্যামেরা হিসাবে 16MP এর ফ্রন্ট ক্যামেরা আছে।

Read More: 6GB Ram ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Redmi 10A Sport ₹10,999 টাকায় । জেনে নিন ফিচার

PROCESSOR: এই স্মার্টফোনে QUALCOMM এর থেকে আসা QUALCOMM SNAPDRAGON 8+ GEN 1 চিপসেট ব্যাবহার করা হয়েছে, যেটি CPU এবং GPU পারফরম্যান্স এর দিক থেকে 10% বেশি ভালো আগের Snapdragon 8 Gen 1 এর তুলনায়।

STORAGE এবং RAM: এই iQOO 9T 5G স্মার্টফোনে নতুন ধরনের Enhanced UFS 3.1স্টোরেজ সিস্টেম ব্যাবহার করেছে কোম্পানি, যেটির রাইট স্পীড 42% বেশি আগের জেনারেশনের থেকে এবং 20% ভালো পাওয়ার consumption এর সাথে আসে।

Enhanced স্টোরেজের পাশাপাশি এই ডিভাইসে ENHANCHED LPDDR5 RAM ও ব্যাবহার করেছে , যেটি 16.3% দ্রুত আগের LPDDR5 RAM এর তুলনায়। 6400Mbps theoretical স্পীডের সাথে আসে।

BATTERY: iQOO 9T 5G স্মার্টফোনে 4700mAh এর ব্যাটারি এবং সাথে 120W fast চার্জিং সাপোর্টও আছে। যেটি 50% চার্জ মাত্র 8 মিনিটে এবং 100% চার্জ শুধুমাত্র 20 মিনিটে করে দিতে সক্ষম।

V1+ CHIP: এছাড়াও আরো একটি দুর্দান্ত ফিচার এই স্মার্টফোনে দেখা গিয়েছে, যেটি হলো V1+ CHIP। এই চিপটি বিশেষকরে ভালো গেমিং এর জন্য ব্যাবহার করা হয়েছে। এবং Vapor Liquid Cooling System ব্যাবহার হয়েছে।

আরও খবর পড়তে আমাদের এই Google News পেইজে ফলো করুন।

মন্তব্য করুন