iQOO Neo 6 ফোনে কি কি থাকছে? | Tech Burner Unboxing Video

iQOO Neo 6 Launched in India: চায়নাতে iQOO Neo 6 ও IQOO Neo 6 SE লঞ্চ হবার পর আজকে 31 MAY ইন্ডিয়াতে iQOO NEO 6 লঞ্চ হল অসাধারণ Specifications এর সাথে। Indian variant IQOO Neo 6 কিন্তু চায়নাতে রিলিজ হওয়া IQOO Neo 6 মত একই নয়।

IQOO NEO 6 SPECIFICATIONS: নিচে IQOO Neo 6 এর ফুল specifications সম্পর্কে আলোচনা করা হল –

Design: Neo 6 এর height 163mm, width 76.1mm, thickness 8.5mm এবং ওয়েট 190gm থাকবে। ফোনটি পুরো কালো প্লাস্টিক দিয়ে তৈরি। এই ফোনটির Dark Nova এবং Cyber Range দুটি রঙ লঞ্চ হয়েছে।

Display

iqoo neo 6 display

IQOO NEO 6 এ 2400*1080p resolution এর সাথে 120Hz refresh rate সম্পূর্ণ একটি E4 AMOLED display দেওয়া হয়েছে, যেটি 1200Hz & 360Hz touch sampling rate সাপোর্ট দেওয়া আছে। অনন্যা Features – HDR 10+, 1300 nits peak brightness, punch hole display, 91.4% screen to body Ratio, 398 ppi এবং Aspect Ratio 20:9 ।

 

Performance

এই ফোনে থাকবে খুব ভালো optimization এর সাথে Qualcomm Snapdragon 870 Octa core প্রসেসর। যেটি 64bit architecture ও 7nm fabrication technology এর উপর তৈরি। Neo 6 এ RAM থাকছে 8GB ও 12 GB যার Type হল LPDDR5 এবং Graphics Adreno 650 দেওয়া হয়েছে।

iqoo neo 6 processor

 

Camera

Main Camera: iQOO NEO 6 ফোনে Teiple camera set-up দেওয়া হয়েছে। 64 MP f/1.89, wide Angle, Primary Camera (25mm focal length), 8MP f/2.2 ultra-wide Angle Camera এবং 2 MP f/2.4, Macro Camera দেওয়া হয়েছে।

অন্যান্য FEATURES – auto focus, LED flash, ISO control, High Dynamic Range, Face Detection, Touch to Focus, dual video recording, continuous shooting, 10x digital zoom etc.

Rear Video recording: 4k@ 30fps এবং 1080p @ 30fps video recording করার ক্ষমতা রাখে।

iqoo neo 6 camera

FRONT CAMERA: 16MP f/2.0, Wide Angle, Primary Camera দেওয়া আছে, যা 1080p @ 30fps video recording করার ক্ষমতা রাখে।

Read More:   তাহলে এটা কি BGMI ও Free Fire এর জন্য 25000 এর মধ্যে সেরা Phone?

Battery: IQOO NEO 6 ফোনে USB type C এর সাথে 80W fast charging এর একটি 4700mAh battery capacity দেওয়া হয়েছে, যেটি মাত্র 12 মিনিটে 50% চার্জ করে দিতে পারে।

Storage: IQOO NEO 6 ফোনে UFS 3.1 এর 128 GB স্টোরেজ সাপোর্ট দেওয়া আছে।

Sources:

মন্তব্য করুন