তাহলে এটা কি BGMI ও Free Fire এর জন্য 25000 এর মধ্যে সেরা Phone?

এখন বর্তমানে Smartphone Company গুলির মধ্যে Iqoo মোবাইল কোম্পানি এক জনপ্রিয় নাম। দিনের পর দিন এক এক নতুন ধরনের Smartphone Launch করছে এই কোম্পানি। Iqoo কোম্পানি amazon.in ওয়েবসাইটে তাদের Iqoo Z6 pro Smartphones add kore দিয়েছে।

Launch Date:

কিছুদিন আগে বিভিন্ন লিকারদের থেকে জানা যায় এই মোবাইলটি আগামী 27 এপ্রিল লঞ্চ হবে, ঠিক সেই একই রকম ভাবে IQOO কোম্পানি নতুন পোস্টার রিলিজ করলো যাতে তার লঞ্চ date ছিল 27 April যা খুবই ভালো।

Display:

IQOO Z6 pro


বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে এই ফোনটিতে থাকবে Gorilla Glass 5 সমৃদ্ধ এক 6.4 inch FHD+ Water drop Notch সম্পূর্ণ 90Hz ও 240Hz এর সঙ্গে একটি Amoled ডিসপ্লে। Aspect Ratio থাকবে 20:9 এবং পিক্সেল density হবে 400 ppi ও in display fingerprint sensor থাকবে।

Performance:

IQOO Z6 pro


Official Update ও লিক অনুযায়ী IQOO Z6 pro ফোনে থাকবে Qualcomm Snapdragon 778G চিপসেট। যেটি 64 bit architecture ও 6nm Febrication এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই Processor টি পূর্ববর্তী Snapdragon 768G এর তুলনায় CPU performance এর দিক দিয়ে 40% এবং GPU performance এর দিকদিয়ে 40% এগিয়ে।

CPU:

CPU টি Octa core (2.4 GHz, single core, kyro 670+2.2GHz, tri core, kryo 670+1.9GHz, Quad core, kryo 670)।

GPU: Adreno 642L

RAM: 8GB ও 12GB যা 4GB পর্যন্ত Extended করা যায় নতুন Extended RAM 2.0 tecnology এর মাধ্যমে।

Storage: storage এ থাকছে 128GB ইন্টারনাল মেমোরি যা 256GB পর্যন্ত expand করা যায়।

CAMERA: IQOO Z6 pro ফোনে থাকবে অসাধারণ ক্যামেরা। Primary ক্যামেরাতে থাকবে 64MP সাথে 8MP ultra wide এবং 2MP macro Rear ক্যামেরা।

Front Camera: লিক থেকে জানা যাচ্ছে IQOO Z6 pro ফোনে থাকবে 16MP এর একটি ফ্রন্ট ক্যামেরা। যার Resolution থাকবে 1920*1080 @30fps।

Others: Auto Focus, Digital zoom, Auto Flash, Continuous shooting, High Dynamic Range (HDR), Face Detection, Touch to Focus ইত্যাদি।

Battery: IQOO Z6 pro ফোনে 4700mAh সম্পূর্ণ Li-Polymer একটি non removal ব্যাটারি। সাথে থাকবে 66W সম্পূর্ণ Flash Charge, যা মাত্র 18 মিনিটে 50% চার্জ করে দেবে।

মন্তব্য করুন